/indian-express-bangla/media/media_files/2025/06/25/lionel-messi-inter-miami-2025-06-25-20-18-53.jpg)
Lionel Messi Inter Miami: ক্লাব বিশ্বকাপের নক আউটে উঠেও চিন্তায় মেসি
Lionel Messi Birthday: জন্মদিনেই একইসঙ্গে খুশির খবর এবং দুঃসংবাদ দুই-ই এল লিওনেল মেসির (Lionel Messi) জীবনে। মঙ্গলবারই ৩৭ থেকে ৩৮ হলে ফুটবল মহাতারকা। আরও এইদিনই ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup 2025) নক আউট পর্বে চলে গেল তাঁর ক্লাব ইন্টার মায়ামি। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের পামেইরাসের সঙ্গে ড্র করেছে মায়ামি। পয়েন্টের নিরিখে নক আউট পর্বে গেছে। এমন খুশির দিনও মাঠের মধ্যে মাথা গরম করলেন মেসি। জন্মদিনে রুদ্রমূর্তি ধারণ করলেন। কিন্তু কেন? কারণ নক আউটে খারাপ খবর অপেক্ষা করছে তাঁর জন্য।
প্রেম হোক কর্মজীবন, প্রাক্তনের সঙ্গে অনেকেই মুখোমুখি হতে চান না অনেকে। কিন্তু ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় প্রাক্তন ক্লাবের মুখোমুখি হতে হবে মেসিকে। সেটই কারণে কতকটা মাথা গরম করেন সতীর্থদের উপর। ২-০ গোলে এগিয়ে থেকেও পামেইরাসের সঙ্গে ২-২ ড্র করে মায়ামি। জেতা ম্যাচ হাতছাড়া হওয়ায় সতীর্থদের উপর রেগে যান মেসি। কারণ নক আউট পর্বে প্রাক্তন ক্লাব প্যারিস সাঁ জাঁর্মে-কে (PSG) এড়াতে চেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে কথায় আছে, যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। মেসির সঙ্গেও সেটাই হয়েছে।
আরও পড়ুন মেসির জন্মদিনে 'বিশেষ উপহার' পেল মোহনবাগান, আনন্দে উত্তাল সবুজ-মেরুন সমর্থকরা
🤩 @PSG_inside will face @InterMiamiCF in the #FIFACWC Round of 16 at Mercedes Benz Stadium! 🤩
— FIFA Club World Cup (@FIFACWC) June 24, 2025
প্যারিসের সঙ্গে মেসির বিচ্ছেদ মনে আছে ফুটবল দুনিয়ার। পিএসজি ছেড়েই আমেরিকায় ইন্টার মায়ামিতে খেলতে আসেন মেসি। এবার সেই প্রাক্তন ক্লাবেরই মুখোমুখি হতে হবে মেসিকে। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি দুর্ধর্ষ ফর্মে রয়েছে। তাঁদের আক্রমণ ভাগ রীতিমতো ভয় ধরায় ইউরোপের বাঘা বাঘা ক্লাবকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন ভিটিনহা-নুনো গোমেসরা। তাই নক আউট পর্বে পিএসজির সামনে পড়ার আগে চাপেই রয়েছেন মেসি।
Inter Miami are #FIFACWC Round of 16 bound! 🌟 pic.twitter.com/Bd2svE3zik
— FIFA Club World Cup (@FIFACWC) June 24, 2025
২০২১ থেকে ২০২৩ পর্যন্ত প্যারিসে কাটিয়েছিলেন মেসি। সেই অধ্যায় খুব একটা সুখের ছিল না। দলে এমবাপে, নেইমাররা থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি মেসির। ক্লাবের সঙ্গে তৈরি হয় দূরত্ব। ২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে চলে আসেন মেসি। আবার ২ বছর পর প্রাক্তন ক্লাবের মুখোমুখি মেসি। প্যারিসের সঙ্গে লড়াই মোটেও সহজ হবে না তিনি মনে মনে জানেন। পামেইরাসের সঙ্গে জিতলে পিএসজির বদলে বোটাফোগোর সঙ্গে খেলতে হত মায়ামিকে। ড্র করে এখন পিএসজির সামনে তারা। সেই কারণেই হয়তো লক আউটে উঠেও রাগ হয়েছিল মেসির।