Advertisment

FIFA Football World Cup 2018, Argentina Vs Iceland: দুটো শব্দ - মেসির মিস

FIFA Football World Cup 2018, Argentina Vs Iceland: এক অদৃশ্য চাপের বলয়ে প্রথম থেকেই নিজেকে মুড়ে ফেলেছিলেন মেসি। আর সেটাই সঞ্চারিত হল গোটা দলে। ওই মানুষটাই তো দলের সব।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

FIFA Football World Cup 2018, Argentina Vs Iceland: পারলেন না লিও মেসি

FIFA Football World Cup 2018, Argentina Vs Iceland: মাঠে বসে লিওনেল মেসির পেনাল্টি মিস দেখলেন দিয়েগো মারাদোনা। কথা রাখল আইসল্যান্ড। ম্যাচের আগে বরফ দেশের ফুটবলারদের থেকে বার্তা এসেছিল যে, তাঁরা বরফের মতো জমাটি রক্ষণেই আটকে দেবেন আর্জেন্তিনাকে। তাই করে দেখালেন তাঁরা।
লিওনেল মেসি-সমৃদ্ধ আর্জেন্তিনার বিশ্বকাপ অভিষেক হল, না কি জিলফি সিগুরদসনদের হল সেটা ম্যাচ দেখে বোঝা গেল না। খাতায়-কলমে বিশ্বকাপের আসরে প্রথম সারির আক্রমণ ভাগ আর্জেন্তিনার। সেরজিও আগুয়েরো ও মেসির মতো তারকাকে সামনে খেলিয়েও সামপাওলি ছাপ ফেলতে পারলেন না। গোটা ম্যাচে পজিটিভ আক্রমণ কই, ১৯ মিনিটে আগুয়েরোর গোল ছাড়া?

Advertisment

দি মারিয়া মাঝমাঠের মহাতারকা। তিনি সাপ্লাই লাইনের পুরোধা। তাঁকেও তো চেনা গেল না এদিন। গোটা আর্জেন্তিনা দলটা এদিন থমকে গেল। তার ওপর মেসিদের গোলের পাল্টা চলে এল ম্যাচের ২৩ মিনিটেই। ফিনবগাসন হিসেব মিলিয়ে দিয়ে গেলেন প্রথমার্ধের মধ্যেই।
বিরতির পর পড়ে পাওয়া চোদ্দ আনার মতো একটা পেনাল্টি পেয়ে যায় বিশ্বের পাঁচ নম্বর দল। তখনই ভিআইপি বক্সে বসা ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনার হৃদস্পন্দন বাড়তে থাকে। আর এরকম একটা গোলের সুযোগ হেলায় হারালেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই গ্রহের অন্যতম সেরা ফুটবলার! গোলকিপারের হাতেই মেরে বসলেন তিনি। এক অদৃশ্য চাপের বলয়ে প্রথম থেকেই নিজেকে মুড়ে ফেলেছিলেন মেসি। আর সেটাই সঞ্চারিত হল গোটা দলে। ওই মানুষটাই তো দলের সব।
পরিশেষে এটাই বলা যায়, আর্জেন্তিনার ট্রেলার যদি এরকম হয়, তাহলে বাকি ছবিটায় সংশয় শব্দটার সংযোজন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

FIFA WORLD CUP 2018 2018 FIFA World Cup FIFA Football World Cup 2018 Iceland Argentina
Advertisment