FIFA Football World Cup 2018, Belgium Vs England: গ্রুপে প্রথম হয়েই নক-আউটে বেলজিয়াম

FIFA World Cup 2018: রবার্তো মার্টিনেজ বা গ্যারেথ সাউথগেট কেউই দলের সেরা তারকাদের অপেক্ষাকৃত গুরুত্বহীন ম্যাচে নামানোর ঝুঁকি নেননি। কারণ দু'দেশ ইতিমধ্যেই কোয়ালিফাই করে গেছে পরের ধাপের জন্য।

FIFA World Cup 2018: রবার্তো মার্টিনেজ বা গ্যারেথ সাউথগেট কেউই দলের সেরা তারকাদের অপেক্ষাকৃত গুরুত্বহীন ম্যাচে নামানোর ঝুঁকি নেননি। কারণ দু'দেশ ইতিমধ্যেই কোয়ালিফাই করে গেছে পরের ধাপের জন্য।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইংল্যান্ড ০ বেলজিয়াম ১ (জানুজাজ ৫১')

জয়ের হ্যাটট্রিক করেই গ্রুপ জি-তে প্রথম হয়ে (তিন ম্যাচে নয়) প্রাথমিক পর্ব শেষ করল বেলজিয়াম।
শনিবার কালিনিনগ্রাদ স্টেডিয়ামে রেড ডেভিলস ১-০ গোলে হারিয়ে দিল থ্রি-লায়ন্স কে। এবার নক-আউটে জাপানের সঙ্গে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। ইংল্যান্ড খেলবে কলম্বিয়ার সঙ্গে।

Advertisment

ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে ইংল্যান্ড-বেলজিয়াম লড়াইটাকে বিশ্বকাপের মোড়কে নয়, প্রিমিয়র লিগের আঙ্গিকে দেখা হচ্ছিল। কারণ দু'দল মিলিয়ে প্রিমিয়র লিগের এক ঝাঁক ফুটবলারই ছিলেন মাঠে।

মূলত হ্যারি কেন (টটেনহ্যাম) বনাম রোমেলু লুকাকুর (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড) উপরই ছিল ফোকাস। কিন্তু রবার্তো মার্টিনেজ বা গ্যারেথ সাউথগেট কেউই দলের সেরা তারকাদের অপেক্ষাকৃত গুরুত্বহীন ম্যাচে নামানোর ঝুঁকি নেননি। কারণ দু'দেশ ইতিমধ্যেই কোয়ালিফাই করে গেছে পরের ধাপের জন্য। এদিন শুধু গ্রুপের সেরা হওয়ার লড়াই। ফলে গত ম্যাচের দলের আটজনকে বদলে দিলেন সাউথগেট। মার্টিনেজের পরিবর্তনের সংখ্যাটা নয়।

Advertisment

গোলহীন প্রথমার্ধ নিয়ে বলার সেভাবে কিছুই নেই। কিন্তু বিরতির পর জ্বলে ওঠে বেলজিয়াম। ৫১ মিনিটে ১৮ গজ দূর থেকে বিদ্যুৎ গতিতে শট নিয়ে ব্রিটিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে আদনান জানুজাজ। তাঁর গোলই ম্যাচের স্কোরলাইন লিখে দেয়।

এদিন এই গোলের পর একটা দুরন্ত কমিক রিলিফ আসে ম্যাচে। মিচি বাতশুয়াই বলটা নিয়ে ফের গোলের মধ্যে ঢোকাতে যান। তাঁর শট গিয়ে লাগে দ্বিতীয় পোস্টে। সেখান থেকে বল ধাক্কা খেয়ে সোজা তাঁর মুখে এসে পড়ে। এই ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছে।

FIFA Football World Cup 2018 2018 FIFA World Cup