Advertisment

FIFA Football World Cup 2018, Croatia Vs Denmark: ভ্যাটরেনির দাপটে ফাটল না ড্যানিশ ডায়নামাইট

FIFA Football World Cup 2018, Croatia Vs Denmark: দুই দল একটি করে গোল করার পরেই রক্ষণাত্মক হয়ে পড়ে। এবং এই ফল নির্ধারিত সময় পর্যন্ত এক থাকার পর এক্সট্রা টাইম পর্যন্ত গড়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

FIFA Football World Cup 2018, Croatia Vs Denmark: রবিবাসরীয় নিঝনি নোভগোরদের নক-আউট ডুয়েল ডেনমার্ককে টাই-ব্রেকারে ছিটকে দিল ক্রোয়েশিয়া। লুকা মদরিচের ভ্যাটরেনি ৩-২ হারাল ক্রিশ্চিয়ান এরিকসনের ড্যানিশ ডায়নামাইটকে।

Advertisment

ম্যাচ শুরুর বাঁশি বাজার এক মিনিটের মধ্যে গোল চলে এল রাশিয়াতে। ইয়োর্গেনসেনের গোলে এগিয়ে যায় ডেনরা। যদিও এর তিন মিনিটের মধ্যে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান মান্দজুকিচ। এক কথায় ঝড়ের গতিতেই খেলার শুরুটা হয়েছিল।

কিন্তু দুই দল একটি করে গোল করার পরেই রুক্ষণাত্মক হয়ে পড়ে। এবং এই ফল নির্ধারিত সময় পর্যন্ত এক থাকার পর এক্সট্রা টাইম পর্যন্ত গড়ায়। কিন্তু এদিন ম্যাচের সিদ্ধান্ত টাই-ব্রেকার পর্যন্ত গড়াত না, যদি না লুকা মদরিচ ১১৬ মিনিটে পেনাল্টির সুযোগ হাতছাড়া না-করতেন।

খেলার সিদ্ধান্ত হল পেনাল্টি শ্যুট-আউটে। ঘটনা চক্রে খেলা টাই-ব্রেকারে গড়ালে লড়াইটা গোলকিপার বনাম গোলকিপার হয়ে যায়। ক্রোয়েশিয়ার ড্যানিয়েল সুবাচিচ ও ডেনমার্কের ক্যাসপার স্মাইকেল মধ্যে যথারীতি তে-কাঠির নিচে লড়াই হয়। দু'জনেই অনবদ্য কিছু কিপিংয়ের ঝলক দেখিয়ে শট বাঁচান। কিন্তু শেষ হাসি হাসলেন সুবাচিচ। ইভান রাকিতিচের গোলে ক্রোয়েশিয়া কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে রাশিয়ার।

FIFA WORLD CUP 2018 FIFA World Cup FIFA Football World Cup 2018
Advertisment