Advertisment

FIFA Football World Cup 2018, Iran vs Spain: দেখে নিন কিছু পরিসংখ্যান

FIFA Football World Cup 2018, Iran vs Spain: বিশ্বকাপের প্রথম ম্যাচেই পর্তুগালের সঙ্গে ৩-৩ ড্র করেছে স্পেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুর্দান্ত হ্যাটট্রিকে ঢেকে গিয়েছে দিয়োগো কোস্তার জোড়া গোল। বুধবার কাজান এরিনায় ইরানের মুখোমুখি হচ্ছে স্পেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Diego Costa

FIFA Football World Cup 2018, Iran vs Spain: দেখে নিন কিছু পরিসংখ্যান

FIFA Football World Cup 2018, Iran vs Spain: বিশ্বকাপের প্রথম ম্যাচেই পর্তুগালের সঙ্গে ৩-৩ ড্র করেছে স্পেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুর্দান্ত হ্যাটট্রিকে ঢেকে গিয়েছে দিয়োগো কোস্তার জোড়া গোল। বুধবার কাজান এরিনায় ইরানের মুখোমুখি হচ্ছে স্পেন। যারা প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে।

Advertisment

হেড-টু-হেড

ইরান ও স্পেন এই প্রথম মুখোমুখি হচ্ছে।

বিশ্বকাপে ইউরোপিয়ান প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ইরান এখনও পর্যন্ত জিততে পারেনি। (ছ’ম্যাচের মধ্যে পাঁচটিতে হার, একটিতে জয়)

বিশ্বকাপে উপমহাদেশীয় দলের বিরুদ্ধে স্পেন অপ্রতিরোধ্য (দু’টি জয় ও দু’টি ড্র)

ইরানের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মরক্কো একটিও শট ফেস করেনি। কিন্তু ৯৫ মিনিটের আত্মঘাতী গোলেই তারা হেরে যায়। ১৯৬৬-র পর এই প্রথম এমনটা হয়েছে।

আজিজ বউহাদুজ বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় পরিবর্ত খেলোয়াড় হিসেবে আত্মঘাতী গোল করার রেকর্ড করেন। এর আগে হাঙ্গেরির লাসলো আকা (১৯৮৬-তে ইএসএসআর-এর বিরুদ্ধে) ও পর্তুগালের পেতিত (২০০৬-এ জার্মানির বিরুদ্ধে) এই কাণ্ড ঘটান।

বিশ্বকাপের ইতিহাসে এটাই ম্য়াচের অন্তিম লগ্নে হওয়া গোলগুলির মধ্যে একটা। ৯৪ মিনিট সাত সেকেন্ডে গোলটি হয়েছিল। ২০০৬-এ ফ্রান্সেসকো তোত্তি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে গোল করেছিলেন। তখন ম্যাচের বয়স ছিল ৯৪ মিনিট ২৪ সেকেন্ড।

ইরানের শেষ তিনটি বিশ্বকাপে সব গোলই এসেছে ম্যাচের অন্তিম ১৫ মিনিটে। তারা কখনই ম্যাচের ৩৬ মিনিটের আগে গোল করেনি।

২০০২-এ দক্ষিণ কোরিয়ার পর ইরান প্রথম উপমহাদেশীয় দল হিসেবে বিশ্বকাপে ধারাবাহিক ভাবে ম্যাচ জেতার নজির গড়তে পারে।

১৯৯৮-২০১৪-র মধ্য়ে স্পেন বিশ্বকাপের প্রথম ম্যাচ না-জিততে পেরে গ্র্প পর্যায় থেকে ছিটকে গিয়েছে। যদিও ২০১০-এ তারা সুইজারল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরেও বিশ্বচ্যাম্পিয়ন হয়।

স্পেন শেষ চারটি বিশ্বকাপে ১০ গোল হজম করেছে। যা তাদের আগের ১৫টি বিশ্বকাপের মিলিত গোল খাওয়ার সমসংখ্যক।

দিয়েগো কোস্তা দেশের জার্সিতে শেষ আট ম্যাচে আট গোল করেছেন। পর্তুগালের বিরুদ্ধেও জোড়া গোল করেন তিনি।

FIFA Football World Cup 2018
Advertisment