New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/IMG-20180628-WA0147.jpg)
FIFA Football World Cup 2018, Japan, Colombia
২১ তম বিশ্বকাপ যা দেখছে তা আগে দেখেনি এই টুর্নামেন্ট। প্রযুক্তি থেকে শুরু করে পয়েন্ট। বদলে যাচ্ছে সব হিসেব। ভাবলে অবাক হতে হয় যে শুধুমাত্র কম হলুদ কার্ড পাওয়ার সুবাদে জাপান চলে গেল নক-আউটে। অথচ পারল না সেনেগাল।
Advertisment
দু'টো দলের পয়েন্ট আর গোল পার্থক্য যদি এক হয় তাহলে প্রাথমিক পর্ব থেকে কিসের বিচারে একটা দল এগিয়ে যাবে শেষ ষোলোতে? এই প্রশ্নে ফিফা-র উত্তর একটাই। সেটা কার্ড। এদিন ঠিক এই অবস্থানে দাঁড়িয়ে ছিল জাপান ও সেনেগাল।
হলুদ কার্ডই দুই দলের ভাগ্য লিখে দিল। জাপান হলুদ কার্ড পেয়েছে চারটি, সেনেগাল ছটি। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফিফা ফেয়ার-প্লে টাইব্রেকার হল। ভাগ্যবিধাতা নীল সামুরাইদের পাঠিয়ে দিলেন পরের রাউন্ডে, আর সেনেগালের জন্য শুধুই রাখলেন হতাশা, তীরে এসে তরী ডোবা।
Advertisment
এদিন পোল্যান্ড ১-০ জিতল জাপানের বিরুদ্ধে আর কলম্বিয়া ১-০ হারাল সেনেগালকে।