FIFA Football World Cup 2018, Poland vs Senegal: ক্লাব ফুটবলের অন্যতম দুই সেরা তারকা আজ দেশের জন্য মাঠে নামবেন। বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ানডস্কি ও লিভারপুলের সাদিও মানে। পোল্যান্ড বনাম সেনেগাল ম্যাচের এটাই মুখ্য আকর্ষণ। ভারতীয় সময় রাতে সাড়ে আটটায় স্পার্টাক স্টেডিয়ামে মুখোমুখি এই দুই দল।
হেড টু হেড:
এই প্রথম মুখোমুখি হচ্ছে পোল্যান্ড-সেনেগাল
অষ্টম বিশ্বকাপে নামছে পোল্যান্ড। ২০০৬-এর যদিও এই প্রথম। ১৯৮৬-তে শেষবার নকআউটে উঠেছিল তারা।
পোল্যান্ড শেষ আটটি বিশ্বকাপ ম্যাচের মধ্যে ছ’টিতেই হেরেছে।
আরও পড়ুন: FIFA Football World Cup 2018: মাঝ আকাশে বিমানে আগুন, তারপর কী হল সৌদির ফুটবলারদের!
রবার্ট লেওয়ানডস্কি ২০১৮ ইউরো কোয়ালিফায়ারে সর্বোচ্চ গোলদাতা। ১৬টি গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার। পোল্যান্ডের করা ২৮টি গোলের মধ্যে ৫৭ শতাংশই তাঁর অবদান।
এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল সেনেগাল। ২০০২-তে অভিষেকেই চমকে দিয়েছিল তারা। সেবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল পোল্যান্ড।
দিয়াফ্রা সাখো একমাত্র সেনেগালের ফুটবলার যিনি চলতি বিশ্বকাপের আফ্রিকান কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডে একের বেশি গোল করেছেন। সাদিও মানের পা থেকেই এসেছে সর্বাধিক তিনটি পাস।