বিরল সম্মানে সম্মানিত এবার সুনীল ছেত্রী। তা-ও আবার ফিফার তরফে। কিংবদন্তি ভারতীয় ফুটবলারের কেরিয়ার নিয়ে এবার তিন এপিসোডের সিরিজ বানাতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ফিফার তরফে জানিয়ে দেওয়া হল নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফিফা+ এ তিনটে পর্ব দেখতে পাওয়া যাবে।
ফিফা নিজস্ব টুইটার হ্যান্ডল থেকে জানাল, "রোনাল্ডো, মেসি সম্পর্কে সকলেই জানেন। এখন আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় তৃতীয় সর্বোচ্চ গোলদাতার বিষয়ে জানতে পারা যাবে। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক সুনীল ছেত্রীর সম্পর্কে ফিফা+ এ জানা যাবে।" বিশ্ব ফুটবলে সর্বোচ্চ সক্রিয় গোলদাতার তালিকায় একনম্বরে রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৭)। তারপরেই রাজপুত্র লিওনেল মেসি (৯০)। তৃতীয় স্থানে থাকা সুনীল ছেত্রীর গোলসংখ্যা ৮৪টি।
আরও পড়ুন: ISL-এ কোচিং করানো বিদেশি তারকার আচমকা মৃত্যু! লিগ শুরুর আগেই শোকের ছায়া টুর্নামেন্টে
ফিফার প্ৰথম পর্বে ক্যাপ্টেন সুনীল ছেত্রীর মাত্র ২০ বছরে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক থেকে কীভাবে মহীরুহ হয়ে উঠলেন দেখা যাবে। প্রিয় বন্ধু, সতীর্থ, কোচেরা সুনীলের সম্পর্কে নিজস্ব মতামত জানিয়েছেন ফিফাকে। সেই পর্বের শিরোনাম 'ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড'।
দ্বিতীয় এপিসোডে দেখানো হয়েছে, কীভাবে সুনীল দেশের হয়ে একের পর এক ম্যাচে অতিমানবীয় পারফরম্যান্স করে চলেছেন। বিদেশের বড় ক্লাবে খেলার স্বপ্নও তুলে ধরা হয়েছে। তৃতীয় পর্বের নির্যাস কীভাবে তিনি পেশাদার এবং ব্যক্তিগত কেরিয়ারের একদম শীর্ষে পৌঁছলেন। কীভাবে একের পর এক রেকর্ড চূর্ণ করে দিলেন। ক্যাবিনেট পরপর ভরে উঠল একের পর এক ট্রফিতে। ২০০৫-এ টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক ঘটে সুনীল ছেত্রীর। তারপর থেকে ১৩১ ম্যাচে জাতীয় দলের হয়ে অংশ নিয়েছেন মহাতারকা। মঙ্গলবারেই শেষ ম্যাচ খেলেছেন ভিয়েতনামের বিরুদ্ধে।