চলতি মাসেই ফিফার নিষেধাজ্ঞা নেমে এসেছিল ভারতীয় ফুটবলে। অবশেষে মাস কাটার আগেই ফিফা সেই নির্বাসন তুলে নিল। শুক্রবার সরকারিভাবে ফিফার তরফে জানিয়ে দেওয়া হল ভারতীয় ফুটবলকে নির্বাসন থেকে মুক্ত করে দেওয়া হল।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার অর্থ পূর্ব পরিকল্পনা মতই ভারতে অনুর্দ্ধ-১৭ মহিলাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অক্টোবরের ১১ থেকে ৩০ তারিখে ভারতেই বসবে যুব মহিলাদের বিশ্বকাপের আসর।
ফিফা নিজেদের বিবৃতিতে জানিয়েছে, "ফিফা কাউন্সিলের ব্যুরো ভারতীয় ফুটবল থেকে নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে যা করা হয়েছিল। একজিকিউটিভ কমিটিকে বাতিল করে ফেডারেশনে প্রশাসকমন্ডলীর হাতে যে ক্ষমতা অর্পণ করে হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, সেই বিষয়ে নিশ্চয়তা পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হল। এর ফলে আগের মতই ভারতে অনুর্দ্ধ-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজিত হবে।"
আরও পড়ুন: কনস্টানটাইনকেই কেন কোচ বাছল ইস্টবেঙ্গল! ডার্বির আগে কারণ জানিয়ে দিলেন ডি রাইডার
এএফসি ভারতীয় ফুটবলের ওপর মনিটরিং চালিয়ে যাবে। সময়মত ফেডারেশনের নির্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতেও সাহায্য করবে এএফসি।