'অবিবেচক', 'অসংবেদনশীল', 'লজ্জা', 'ভয়ংকর'! এমন সমস্ত বিশেষণ জুটে গিয়েছিল ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোর নামের পাশে। পেলের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে হাসি মুখে একের পর এক সেলফি তুলেছেন। তারপরে তা আবার পোস্ট-ও করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপরেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। বলা হয় ফিফার সভাপতির চেয়ারে বসে এরকম কাণ্ডে মাথা হেঁট হয়ে গিয়েছে সংস্থার।
Advertisment
তীব্র সমালোচনার মুখে পড়ে জিয়ান্নি ইনফ্যান্টিনো অবশেষে মুখ খুলে জানিয়ে দিলেন, এরকম প্রতিক্রিয়া একদম 'হতাশাজনক'। ইনফ্যান্টিনোর সেলফি ছিল পেলের খেলোয়াড়ি সতীর্থ লিমা-ও। নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে ইনফ্যান্টিনো জানিয়ে দিলেন, তাঁদের সকলকে একত্রে ছবি তোলার জন্য অনুরোধ করা হয়। তবে কীভাবে এরকম আবহে সেলফি তোলা যায়, তা জানতেন না তাঁরা। "তাই ওঁদের একজনের কাছ থেকে ফোন নিয়ে আমাদের সকলের একত্রে সেলফি তুলি।" জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, "পেলের একজন সতীর্থকে সাহায্য করে যদি সমালোচনার মুখে পড়ি, সেই সমালোচনা খুশি মনে মেনে নেব। যাঁরা ফুটবলের গৌরবময় অধ্যায় লিখেছেন তাঁদের জন্য যখনই সম্ভব হবে, তখনই সাহায্য করতে প্রস্তুত থাকব। পেলের প্রতি আমার সম্মান এবং মুগ্ধতা রয়েছে। ওঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় এমন কিছুই করিনি যাতে ওঁকে অশ্রদ্ধা জানানো হয়।"
পেলে যেখানে খেলে বড় হয়ে উঠেছেন, ব্রাজিলকে বিশ্ব ফুটবলের মক্কায় পরিণত করেছিলেন, সেখানেই তাঁকে সমাধিস্থ করা হয় মঙ্গলবার। স্যান্তোসের রাস্তা দিয়ে পেলের মরদেহ নিকটবর্তী সমাধিস্থলে নিয়ে যাওয়ার আগে ভিলা বালমেইরো স্টেডিয়ামে ক্যাথলিক রীতিতে তাঁকে শেষ সম্মান জানানো হবে। সদ্যই ব্রাজিলের প্রেসিডেন্ট পদে পুনর্নিবাচিত হয়েছেন লুলা দ্য সিলভা। তিনিও ভিলা বালমেইরো স্টেডিয়ামে হাজির ছিলেন কিংবদন্তিকে শেষ সম্মান জানানোর জন্য। গত বৃহস্পতিবার পেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮২ বছর বয়সে ক্যান্সারে প্রয়াত হন তিনি।