Advertisment

ফের ফিফা-র বর্ষসেরায় মনোনীত জিদান-রোনাল্ডো

আগামী সেপ্টেম্বরে লন্ডনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ফিফা বেছে নেবে বর্ষসেরা ফুটবলার ও কোচকে। ২০১৬ থেকে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এই পুরস্কার দেওয়া শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ronaldo and Zidane

ফের ফিফা-র বর্ষসেরায় মনেনানীত জিদান-রোনাল্ডো

আগামী সেপ্টেম্বরে লন্ডনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ফিফা বেছে নেবে বর্ষসেরা ফুটবলার ও কোচকে। ২০১৬ থেকে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এই পুরস্কার দেওয়া শুরু করেছে। শেষ দু’বছর ধরেই ফিফা-র সঙ্গে ব্যালন ডি’অরের সম্পর্ক নেই। ফিফা ও ব্যালন ডি’অর পৃথক ভাবেই সেরাদের পুরস্কৃত করেন।

Advertisment

২০১৬ ও ২০১৭ সালে ফিফার সেরা পুরুষ ফুটবলারের সম্মানে ভূষিত হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৬-তে সেরা কোচ হয়েছিলেন ক্লডিও রানেইরি। গতবার সেরা কোচ হয়েছিলেন জিনেদিন জিদান। এবারও মনোনীত হয়েছেন সিআর সেভেন ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ জিজু। গত ৩ জুলাই ২০১৭ থেকে ১৫ জুলাই ২০১৮ পর্যন্ত পারফরম্যান্স এখানে ধার্য করা হবে।

আরও পড়ুন: FIFA World Cup 2018 Awards: বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

এবার দেখে নেওয়া যাক দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ারের জন্য কারা মনোনীত হলেন:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল/ রিয়াল মাদ্রিদ ( বর্তমানে জুভেন্তাস)

কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ ম্যাঞ্চেস্টার সিটি)

আঁতোয়া গ্রিজম্যান (ফ্রান্স/ অ্যাটলেটিকো মাদ্রিদ)

ইডেন হ্যাজার (বেলজিয়াম/চেলসি)

হ্যারি কেন (ইংল্যান্ড/টটেনহ্যাম)

কিলিয়ান এমবাপে (ফ্রান্স/ পিএসজি)

লিওনেল মেসি (আর্জেন্তিনা/ বার্সেলোনা)

লুকা মডরিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)

মহম্মদ সালাহ (মিশর/লিভারপুল)

রাফায়েল ভারান (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)

২০১৬-১৭ মরশুমে রিয়ালের জার্সিতে টানা তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রোনাল্ডো। শেষ দু’বারের চ্যাম্পিয়নও তিনি। ফলে রোনাল্ডো এই পুরস্কার জেতার অন্যতম দাবিদার। অন্যদিকে তালিকায় রয়েছে মডরিচ ও ভারান। দু’জনেই খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে।

বিশ্বকাপের পারফরম্যান্স দেখলে মডরিচ দুর্দান্ত সফল। দেশকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান ক্রোয়েশিয়ার ক্যাপ্টেন। জিতেছেন সোনার বুট। অন্যদিকে একমাত্র ভারানের ঝুলিতেই রয়েছে বিশ্ব কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ।

এবার দেখে নেওয়া যাক দ্য বেস্ট ফিফা কোচের জন্য কারা মনোনীত হলেন:

ম্যাসিমিলানো অ্যালেগ্রি (জুভেন্তাস)

স্টানিস্লাভ চেরচেশভ (রাশিয়া)

জ্লাটো দালিচ (ক্রোয়েশিয়া)

দিদিয়ের দেশঁ (ফ্রান্স)

পেপ গুয়ার্দিওলা (ম্যাঞ্চেস্টার সিটি)

য়ুরগেন ক্লপ (লিভারপুল)

রবার্তো মার্টিনেজ (বেলজিয়াম)

দিয়েগো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ)

গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড)

আর্নেস্তো ভালভার্দে (বার্সেলোনা)

জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)

Advertisment