Advertisment

ফাইনালে 'কুকীর্তি' করে ফ্রান্সকে হারান মার্তিনেজ! কৌশল রুখতে এবার নিয়মই বদলে ফেলছে ফিফা

মার্টিনেজের মত কাণ্ড কারখানা আর কেউ না করতে পারে, সেই জন্যই নতুন নিয়ম আনছে ফিফা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপ ফাইনালে ছলে বলে কৌশলে পেনাল্টিতে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। ভবিষ্যৎ-এ যাতে কেউ আর্জেন্টিনীয় গোলকিপারের পদাঙ্ক অনুসরণ করতে না পারেন, সেই জন্য এখন থেকেই সচেষ্ট হল আন্তর্জাতিক এফএ বোর্ড। পেনাল্টি নিয়মে বড়সড় বদল আনা হতে পারে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড 'দ্য সান'।

Advertisment

আগামী মার্চেই লন্ডনে বোর্ড মিটিং রয়েছে আন্তর্জাতিক এফএ বোর্ডের। সেখানে লিখিতভাবে ফিফার নিয়মে বদল আনা হতে পারে। কোনওভাবেই স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বাইরে গিয়ে গোলকিপার পেনাল্টি-টেকারকে বিভ্রান্ত না করতে পারেন, সেই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে।

আরও পড়ুন: হারের জন্য রোনাল্ডোই দায়ী, আল নাসের ছিটকে যেতেই বিষ্ফোরক কোচ গার্সিয়া

টাইব্রেকার শ্যুট আউটের সময় আগ্রাসী মূর্তি ধরেছিলেন মার্টিনেজ। কিংসলে কোমানের ফোকাস নড়িয়ে দেওয়ার জন্যই তিনি তাঁকে অপেক্ষা করিয়ে রাখেন। রেফারির সঙ্গে কথা চালিয়ে যান। বারবার রেফারিকে বলতে থাকেন, বল ঠিকমত জায়গায় বসানো হচ্ছে কিনা, তা যেন রেফারি খেয়াল রাখেন।

কিংসলে কোমান মার্টিনেজের মানসিক খেলার শিকার হওয়ার পরে একই ফাঁদে পড়েন রিয়েল মাদ্রিদে খেলা অরেলিয়েন চুয়ামেনি। শট নেওয়ার ঠিক আগেই মার্টিনেজ বল তুলে দূরে ছুড়ে ফেলেন। এই ট্যাকটিক্স-ই শেষমেশ আর্জেন্টিনাকে কাপ জিতিয়ে দেয়। কারণ ফ্রান্সের হয়ে পেনাল্টি নিতে এসে চুয়ামেনি এবং কিংসলে কোমান দুজনেই মিস করে বসেন। পেনাল্টিতে শেষমেশ আর্জেন্টিনা ৪-২ গোলে জয়লাভ করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুন: নিজের দেশকে দেখো, আর্জেন্তিনাকে নিয়ে ভাবতে হবে না! মেসিদের অপমান করতেই ইব্রাকে ধুলেন আগুয়েরো

ম্যাচের পরেও মার্টিনেজ শিরোনামে উঠে এসেছিলেন গোল্ডেন গ্লাভস পুরস্কার নেওয়ার সময় অশ্লীলতা প্রদর্শন করে। পরে আর্জেন্টিনীয় সুপারস্টার জানান, ফরাসি সমর্থকদের বার্তা দেওয়ার জন্যই তিনি সেরকম অঙ্গভঙ্গি করেছিলেন। পরে ফিফার তরফে নিন্দা করে জানানো হয়, আর্জেন্টিনা শৃঙ্খলাভঙ্গ করেছে।

ফাইনাল ম্যাচের পর এমবাপেকে নিয়ে ড্রেসিংরুমে গান গাওয়া হোক, বা ফরাসি সুপারস্টারের পুতুল নিয়ে বুয়েন্স আয়ার্সে উদযাপন-বারেবারেই আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক।

Read the full article in ENGLISH

FIFA World Cup Argentina FIFA FIFA World Cup. Football Qatar World Cup 2022
Advertisment