জাপানের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জিতেই কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। কিন্তু আকিরা নিশিনোর ব্লু সামুরাইরা সেদিন বেলজিয়ামের কাল ঘাম ছুটিয়ে দিয়েছিল। আগামিকাল অর্থাৎ শুক্রবার ব্লকবাস্টার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি রেড ডেভিলস। ব্রাজিল কিন্তু এখনই বেলডজিয়ামের ঘুম কেড়ে নিয়েছে। অন্তত বেলজিয়ামের ডিফেন্ডার ভিসেন্ট কোম্পানির কথায় এমনটাই ইঙ্গিত।
আরও পড়ুন: FIFA Football World Cup, 2018, Belgium Vs Japan: সেলাম জাপান, ধন্যবাদ বেলজিয়াম
বেলজিয়ামের অভিজ্ঞ ডিফেন্ডার কোম্পানি জাপানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছেন। চোটের জন্য তিনি রিজার্ভেই ছিলেন। ব্রাজিলের কোনও বিশেষ খেলোয়াড়কে নিয়ে ভাবছেন না। সেলেকাওরাই তাঁদের ভাবনায়। ব্যক্তিগত দক্ষতার বিচারে ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল। এমনটাই বলেছেন কোম্পানি। তিনি জানান, “ ব্রাজিলের কাছে হেরে গিয়েছি, এটা ভেবেই আমরা রাতে কেউ ঘুমোতে পারছি না। ব্রাজিলের আক্রমণ আর রক্ষণ দুই ভীষণ মজবুত। ওরা একের বিরুদ্ধে একের লড়াইতেও ভয় পায় না। কিন্তু যদি আমরা ম্যাচটাকে একক দক্ষতার লড়াই হিসেবে দেখি, তাহলে হেরে যাব। আমরা দল হিসেবেই খেলেই জিততে চাই।কোম্পানি আরও বলেছেন যে, তারা এই বিশ্বকাপে যেভাবে খেলেছেন, ব্রাজিলের বিরুদ্ধে তার থেকে এক ধাপ উপরে নিয়ে যেতে হবে পারফরম্যান্সকে। ভাল খেলার ব্যাপারাে আশাবাদী তাঁরা।