Advertisment

FIFA World Cup 2018, Brazil vs Switzerland: বড় দলের অপ্রত্যাশিত খেলায় চিন্তিত ব্রাজিল কোচ তিতে

FIFA Football World Cup 2018, Brazil vs Switzerland: গত ২২টি ম্যাচের মধ্যে ২১টি ম্যাচ জিতে সুইজারল্যান্ড দল যথেষ্ট আত্মবিশ্বাসী। রোস্তভ এরিনাতে ব্রাজিলকে তারা সহজে ছেড়ে দেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

FIFA World Cup 2018, Brazil vs Switzerland: গত দুবছরে তিতে ব্রাজিল দলের মেজাজটাই বদলে দিয়েছেন।

FIFA World Cup 2018, Brazil vs Switzerland: আজ সুইজারল্যান্ডের বিরুদ্ধে এই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচের ঠিক আগেই আর্জেন্টিনা, স্পেন এবং ফ্রান্সের আশানুরূপ খেলতে না পারা চিন্তায় ফেলতে পারে পাঁচবার বিশ্বকাপজয়ী ব্রাজিল দলকে। এই তিন মহারথীর মধ্যে একমাত্র ফ্রান্সই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) এবং গোল-লাইন প্রযুক্তির অবদানে জিতেছে তাদের প্রথম ম্যাচ।

Advertisment

২০১০ সালের বিশ্বকাপ জয়ী দল স্পেন পর্তুগালের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ ৩-৩ গোলে ড্র করেছে এবং গতবারের রানার-আপ দল আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা আইসল্যান্ডের বিরুদ্ধে অপ্রত্যাশিত ফুটবল খেলে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে। আশানুরূপ খেলতে পারেননি আর্জেন্টিনার তারকা খেলোয়াড় মেসি।

আরও পড়ুন : FIFA World Cup 2018, Germany vs Mexico: কীভাবে প্রযুক্তি ব্যবহার করছে জার্মানি?

publive-image

মোট ২১টি অনুশীলন ম্যাচের মধ্যে ১৭টিই জিতে ব্রাজিলের আত্মবিশ্বাস এই মুহূর্তে তুঙ্গে। তা সত্ত্বেও 'অতিরিক্ত' রক্ষনশীল দল সুইজারল্যান্ডকে হালকাভাবে নিতে নারাজ ব্রাজিলের কোচ তিতে। শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে তিতে বলেন, "সুইজারল্যান্ডের ডিফেন্স যথেষ্ট ভাল, অ্যাটাকও মন্দ নয়। আগামী দিনে যে সমস্ত দলের বিরুদ্ধে আমরা মাঠে নামব, সুইজারল্যান্ড তাদের মধ্যে অন্যতম ভাল দল।" তিতে আরও বলেন, "আমাদের কাছ থেকে প্রত্যাশা অনেক। সুইজারল্যান্ড সহজে ছেড়ে দেবার মত দল নয়। তাই আমাদের এই ম্যাচ জিততে হলে যথেষ্ট ভাল খেলতে হবে।"

fifa world cup 2018 brazil VS swizerland (1)

গত ২২টি ম্যাচের মধ্যে ২১টি জিতে সুইজারল্যান্ড দলও যথেষ্ট আত্মবিশ্বাসী। রোস্তভ এরিনাতে ব্রাজিলকে যে তারা সহজে ছেড়ে দেবেন না সেকথা জানিয়ে দিলেন সুইজারল্যান্ড কোচ ভ্লাদিমির পেতকোভিক স্বয়ং।

ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলোর মতে, গত দুবছরে তিতে ব্রাজিল দলের মেজাজটাই বদলে দিয়েছেন। হাঁটুর আঘাতে ন'টি অস্ত্রোপ্রচারের পর বাধ্য হয়ে ফুটবলার থেকে কোচে রূপান্তরিত তিতে বলেন, "আমাদের ওপর দেশের প্রত্যাশা মাথায় নিয়েই রবিবার মাঠে নামব আমরা।"

সুইজারল্যান্ডের বিরুদ্ধে গোল পেতে টিমের বড় ভরসা সেই নেইমারই। সূত্রের খবর, সার্জারির পর এখন অনেকটাই সুস্থ নেইমার। নেইমার প্রসঙ্গে তিতে বলেন, "নেইমার এখনও একশ শতাংশ ফিট না হলেও খুব দ্রুত সেরে উঠছে। আশার কথা, ওর আসল সম্পদ গতি এখনও একই রকম আছে।" ২৬-বছর বয়সী নেইমার গত ৩ এবং ১০ জুন ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচে একটি করে গোল করেন।

brazil FIFA Football World Cup 2018 2018 FIFA World Cup
Advertisment