আজ বৃহস্পতিবার সম্মুখ সমরে নামবে ইংল্যান্ড এবং বেলজিয়াম। দুই দলই চাইবে আজকের ম্যাচ জিতে গ্রুপ জি'র শীর্ষে থাকতে।
ইংল্যান্ড এবং বেলজিয়াম, দুই দলই এই বিশ্বকাপের সমস্ত ম্যাচেই যথেষ্ট ভাল খেলেছে। উল্লেখ্য, বেলজিয়াম এবং ইংল্যান্ড, দুই দলেরই করা গোলের সংখ্যা আপাতত আট। ফলে কালিনিনগ্রাদে আজকের ম্যাচটি ড্র হলে খতিয়ে দেখা হবে দুই দলের ফেয়ার প্লে রেকর্ড, এবং সেক্ষেত্রে সুবিধা পাবে ব্রিটিশ ফুটবল দল।
বিশ্বকাপের মাঠে এর আগে ইংল্যান্ড এবং বেলজিয়াম মুখোমুখি হয়েছে মাত্র দুবার- ১৯৫৪ এবং ১৯৯০ বিশ্বকাপে। ১৯৫৪ সালের গ্রুপ লিগের ম্যাচটি ৪-৪ গোলে ড্র হলেও ১৯৯০ সালের খেলাটি গোলহীন অবস্থায় গড়ায় অতিরিক্ত সময় অবধি। তাতেও নিস্পত্তি না হওয়ায় খেলার ফলাফল নির্ধারিত হয় পেনাল্টির মাধ্যমে। শুটআউটে ডেভিড প্লাটের গোলে থ্রি লায়ন্স জয়লাভ করে ১-০ ব্যবধানে।
এই বিশ্বকাপে ইংল্যান্ড অসাধারণ শুরু করলেও আজকের ম্যাচে বেলজিয়াম যে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে একথা হলফ করে বলা যায়। ড্র করলেও চলবে এমন অবস্থায় দাঁড়িয়েও আজকের ম্যাচ জেতার জন্যই ঝাঁপাবে থ্রি লায়ন্সরা। স্বভাবতই আজ ইংল্যান্ড দলে কিছু বদল হবে এমন আশা করাই যায়। সূত্রের খবর, রুবেন লফটাস- চিক এবং কেলি ওয়াকার গত ম্যাচে ইয়েলো কার্ড দেখার দরুন হয়ত আজ মাঠে দেখা যেতে পারে ড্যানি রোজকে। জিমি ভার্ডিকে মাঠে নামাতে হয়ত বিশ্রাম দেওয়া হতে পারে গত ম্যাচের তারকা হ্যারি কেনকে।
আরও পড়ুন- FIFA Football World Cup 2018: কাজান বলল বিদায় জার্মানি
দলে কিছু খেলোয়াড় বদলের ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। সূত্রের খবর, আজকের খেলায় দেখা মিলতে পারে থমাস ভার্মিলিনকে। মিচি বাতসুইকে খেলিয়ে হয়ত বিশ্রাম দেওয়া হতে পারে বেলজিয়ামের তারকা ফুটবলার রোমেলু লুকাকুকে। তবে খেলোয়াড় বদল করলেও মার্টিনেজ হয়ত আস্থা রাখবেন চেনা ছক ৩-৪-২-১ এই।