FIFA World Cup 2018, France vs Australia: জয় দিয়েই বিশ্বকাপের শুভারম্ভ করল ফ্রান্স। ইউরো রানার্সরা এদিন ২-১ গোলে হারাল অস্ট্রেলিয়াকে। যদিও ফ্রান্সের এই তিন পয়েন্ট শুধু খেলার সৌজন্যেই এলো না। ফ্রান্সের অদৃশ্য বন্ধু হয়েই এদিন পাশে দাঁড়াল প্রযুক্তি। ব্যবহৃত হল VAR (Video Assistant Referee) এবং গোল লাইন টেকনোলজি দুইই।
আরও পড়ুন: FIFA World Cup 2018: বিশ্বকাপের নতুন সদস্য VAR, জেনে নিন এর খুঁটিনাটি
এদিন কাজান এরিনায় প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য়। তিনটি গোলই এল দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৮ মিনিটে আঁতোয়া গ্রিজম্যান পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন। যদিও এই পেনাল্টিটি VAR প্রযুক্তিকে কাজে লাগিয়েই ফ্রান্স আদায় করে নেয়। এই প্রথম বিশ্বকাপে কোনও দল VAR রিভিউ সঠিকভাবে কাজে লাগাতে সক্ষম হল। রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই প্রথম গোল এলো ফ্রান্সের।
এরপর ৬৪ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন ফ্রান্সের ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। মিলি জেডিনাক গোল করতে কোনও ভুলই করলেন না। এরপর ৮০ মিনিটে অলিভার জিরুদের পাস থেকে দুরন্ত গোল করেন পল পোগবা। যদিও গোলের সিদ্ধান্ত গোললাইন টেকনোলজিকে কাজে লাগিয়েই নিলেন রেফারি।