/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/Cristiano-Ronaldo-1.jpg)
FIFA World Cup 2018: ইরানিয়ানদের আচরণে বিরক্ত রোনাল্ডো, বললেন আমাকে ঘুমোতে দিন
ইরানের বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে নামার আগে রোনাল্ডোর মনযোগ নষ্ট করতে কোনওরম ত্রুটি রাখেনি ইরানি ফ্যানেরা। তাঁরা খুঁজে খুঁজে রোনাল্ডোদের টিম হোটেল বার করেন। তারপর সেখানে গিয়েই হৈ-হট্টগোল করেন।
গলা ফাটিয়ে চিৎকার করে গান গাওয়া থেকে ভুভুজেলা বাজানো। কিছুই বাদ দেননি তাঁরা। ইরানিদের আচরণে রীতিমতো অতিষ্ট হন রোনাল্ডো। নিজের রুমের জানলার সামনে দাঁড়িয়ে ইরানের ফ্যানেদের শান্ত হতে বলেন। ইঙ্গিতে বুঝিয়ে দেন যেন তাঁকে রাতে একটু ঘুমতো দেওয়া হয়। পাশাপাশি আওয়াজটা কমানোরও অনুরোধ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল।
Ronaldo foi à janela pedir aos iranianos para o deixarem dormir em paz ????
???? @RTP1pic.twitter.com/UtYxZBbJF3
— B24 ???????? (@B24PT) June 24, 2018
আরও পড়ুন: FIFA World Cup 2018 : মেসির পর রোনাল্ডোও পেনাল্টি ফসকালেন
স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচে হ্যাটট্রিককরেই বিশ্বকাপে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয় ম্যাচেও পর্তুগালের হয়ে একমাত্র গোলটা আসে তাঁর পা থেকেই। ইরানের বিরুদ্ধে তিনিই জ্বলে উঠবেন বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু অমীমাংসিত এই ম্যাচে চূড়ান্ত হতাশ করেন সিআর সেভেন। শুধু পেনাল্টিতে গোল করতেই ব্যর্থ হননি তিনি, ইরানের মর্তেজা পৌরালিগানজি কনুই দিয়ে আঘাত করেই হলুদ কার্ড দেখেন।
ভিএআর-এর সাহায্য নিয়েই রোনাল্ডোকে সতর্ক করেন রেফারি। কিন্তু অনেকের মতে পর্তুগিজ অধিনায়কে মার্চিং অর্ডারও দিতে পারতেন রেফারি। রোনাল্ডো নিজের সেরাটা দেননি বলেও নিন্দুকরা খোঁচা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলারকে।