Advertisment

FIFA World Cup 2018: ম্যাচ পিছু পাচ্ছেন ১৬ লাখ টাকা, পুরোটাই চ্যারিটি করবেন এমবাপে

ফ্রান্সের বছর উনিশের এমবাপে দেশের জার্সিতে খেলে প্রতি ম্যাচে ২০, ০০০ ইউরো (ভারতীয় মুদ্রায় ১৬ লক্ষ টাকা) পাচ্ছেন। সবটাই চ্যারিটিতে খরচ করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kylian Mbappe

FIFA World Cup 2018: ম্যাচ পিছু পাচ্ছেন ১৬ লাখ টাকা, পুরোটাই চ্যারিটি করবেন এমবাপে

কিলিয়ান এমবাপে, এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় লাইমলাইট তাঁর উপরেই। শনিবার আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপের নক-আউট পর্যায়ে জোড়া গোল করে ঝলসেছেন এই ফরাসি তরুণ। তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভর করে ফ্রান্স ৪-৩ গোলে হারিয়ে আর্জেন্তিনার বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে বিশ্বকাপ থেকে। এহেন এমবাপে এবার বিশ্বকাপ থেকে উপার্জন করা পুরো অর্থটাই চ্যারিটিতে দিয়ে দিচ্ছেন।

Advertisment

ফ্রান্সের বছর উনিশের এমবাপে দেশের জার্সিতে খেলে প্রতি ম্যাচে ২০, ০০০ ইউরো (ভারতীয় মুদ্রায় ১৬ লক্ষ টাকা) পাচ্ছেন। সবটাই চ্যারিটিতে খরচ করছেন। এমনটাই জানিয়েছে লরিয়াস স্পোর্টস। টুইট করেই এই খবর দিয়েছেন তারা। লরিয়াসকে এমবাপে জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য খেলোয়াড়দের পয়সার প্রয়োজন নেই।

আরও পড়ুন: FIFA World Cup 2018, Argentina vs France: মেসিদের সমাধি এমবাপের হাতে

এমবাপের গতি শুধু আর্জেন্তাইন রক্ষনকে তছনছ করে দেয়নি। তিনি একটি রেকর্ডও করেছেন। পেলের পর দ্বিতীয় তরুণ ফুটবলার হয়ে বিশ্বকাপে জোড়া গোল করেছেন। ১৯৫৮-তে পেলে যখন ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন তখন তাঁর বয়স ছিল ১৭। খোদ পেলেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন টুইট করে। মজা করেই সেখানে লিখেছেন এমবাপের এই ফর্ম যেন ব্রাজিলের বিরুদ্ধে না-দেখা যায়।

FIFA WORLD CUP 2018
Advertisment