Advertisment

FIFA World Cup 2018: মেসির হ্যাটট্রিকে হাইতি বধ আর্জেন্তিনার

লিওনেল মেসির হ্যাটট্রিকে হাইতিকে চার গোলের মালা পরাল লা আলবিসেলেস্তে। এদিন আরও একবার প্রমাণিত হয়ে গেল যে, আজও সাদা-নীল জার্সিধারীরা মেসি নির্ভরতা থেকে বেরোতে পারল না।

author-image
IE Bangla Web Desk
New Update
Lionel Messi

FIFA Football World Cup 2018, Argentina vs France: Football World Cup 2018, Argentina vs France: When and where to watch, Live coverage on TV, Live streaming online

রাশিয়ার উড়ান ধরার আগে হাইতির বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে নেট প্র্যাকটিস সেরে নিল আর্জেন্তিনা। মঙ্গলবার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও অ্যালবার্তো জোসে আর্মান্দো স্টেডিয়ামে (লা বোম্বোনেরা) হাইতির সঙ্গে খেলল জর্জ সামপাওলির শিষ্য়রা। লিওনেল মেসির হ্যাটট্রিকে হাইতিকে চার গোলের মালা পরাল  লা আলবিসেলেস্তে। এদিন আরও একবার প্রমাণিত হয়ে গেল যে, আজও সাদা-নীল জার্সিধারীরা মেসি নির্ভরতা থেকে বেরোতে পারল না।

Advertisment

এদিন ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টিতে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন মেসি। বিরতিতে ১-০ এগিয়েই মাঠ ছাড়ে তারা। দ্বিতীয়ার্ধে ১২ মিনিটে নিজের ও ম্যাচের দু নম্বর গোলটি করেন এলএম টেন। বিপক্ষের গোলকিপার লো সোলসোর প্রতিহত হয়ে ফিরে আসা শট থেকে দ্বিতীয় সুযোগে গোল করে দেন তিনি। এরপর ম্যাচের ৬৬ মিনিটে ক্রিশ্চিয়ান প্যাভনের স্কোয়ার পাস ধরে গোল করলনে এলএম টেন। দেশের জার্সিতে ৬৪তম গোল করা হয়ে গেল আর্জেন্তাইন রাজপুত্রের। এর ঠিক তিন মিনিট পরেই মেসির পাস থেকে আর্জেন্তিনার জন্য চতুর্থ গোলটি করেন গঞ্জালো হিগুয়েনের পরিবর্তে নামা সের্জিও আগুয়েরো।

ম্যাচের পর মেসি বলেছেন, ফ্যানেরা তাঁদের থেকে ভাল ফুটবলই প্রত্যাশা করতে পারে বিশ্বকাপে। কিন্তু রাশিয়ায় নিজেদের ফেভারিট মানতে নারাজ তিনি। জানালেন, "আমরা এই টুর্নামেন্টে ফেভারিট হয়ে নামছি না। কোয়ালিফায়ার্সে অনেক জটিলতার মধ্যে দিয়েই গিয়েছিলাম। কিন্তু আমাদের ট্রেনিং ভাল হয়েছে। সবটা উজাড় করে দেব বিশ্বকাপে।"

Lionel Messi FIFA WORLD CUP 2018 Argentina
Advertisment