Advertisment

FIFA WORLD CUP 2018: সর্বোচ্চ গোলদাতা হয়েও বিশ্বকাপে ব্রাত্য ইকার্ডি

এই মরশুমে সেরি আ-তে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মাউরো ইকার্ডি। তবুও বিশ্বকাপে ব্রাত্য রয়ে গেলেন তিনি। রাশিয়ার জন্য ২৩ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছেন আর্জেন্তিনার কোচ জর্জ সামপাওলি। ইকার্ডিকে দলে রাখলেন না তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Jorge Sampaoli

FIFA WORLD CUP 2018: সর্বোচ্চ গোলদাতা হয়েও বিশ্বকাপে ব্রাত্য ইকার্ডি

এই মরশুমে সেরি আ-তে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মাউরো ইকার্ডি। তবুও বিশ্বকাপে ব্রাত্য রয়ে গেলেন তিনি। রাশিয়ার জন্য ২৩ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছেন আর্জেন্তিনার কোচ জর্জ সামপাওলি। ইকার্ডিকে দলে রাখলেন না তিনি। অর্থাৎ মাত্র চারজন ফরোয়ার্ডকে নিয়ে বিশ্বকাপের দল সাজিয়েছেন সামপাওলি।

Advertisment

আর্জেন্তাইন স্কোয়াডের আক্রমণ ভাগে থাকছেন লিওনেল মেসি, পাওলা দাইবালা, সের্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েন। ইন্টার মিলানের জার্সিতে ২৯টি গোল করেও ইকার্ডির ভাগ্যে সিঁকে ছিড়ল না। অন্যদিকে হাঁটুর অস্ত্রোপচার থেকে ক্রমে সেরে ওঠা আগুয়েরোর উপর আস্থা রেখেছেন সামপাওলি।

আরও পড়ুন,FIFA WORLD CUP 2018: ফাব্রেগাস-মোরাতাকে দেশে রেখেই রাশিয়ার উড়ান ধরছে স্পেন

আর্জেন্তিনা পুরো দল

গোলকিপার: সের্জিও রোমেরো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), উইলি কাবালেরো (চেলসি), ফ্র্যাঙ্কো আর্মানি (রিভার প্লেট)

ডিভেন্ডার: গ্য়াব্রিয়েল মারসাডো (সেভিয়া), ক্রিশ্চিয়ান আনসালদি (তোরিনো), নিকোলাস ওটামেন্ডি (ম্যাঞ্চেস্টার সিটি),ফেডেরিকো ফাজিও (রোমা),মার্কোস রোজো ( ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), নিকোলাস ট্যাগলিয়াফিকো (আজাক্স) মার্কোস আকুনা (স্পোর্টিং সিপি),

মিডফিল্ডার: জেভিয়ার মাসচেরানো (হেবেই চিনা ফরচুন), এডুয়ার্ডো সালভিও (বেনফিকা), লুকাস বিগলিয়া (এসি মিলান),জিওভানি লো সেলসো (প্যারিস সাঁ জাঁ), এভার বানেগা (সেভিয়া), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড),  ম্যাক্সিমিলিয়ানো মেজা (ইনডিপেনডিয়েন্টে), অ্যানহেল ডি মারিয়া (প্যারিস সাঁ জাঁ), ক্রিশ্চিয়ান পাভন (বোকা জুনিয়র্স),

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলা দাইবালা (জুভেন্তাস),সের্জিও আগুয়েরো (ম্যাঞ্চেস্টার সিটি), গঞ্জালো হিগুয়েন (জুভেন্তাস)

FIFA WORLD CUP 2018 Mauro Icardi
Advertisment