Advertisment

FIFA World Cup 2018: দেখে নিন ভারতীয় সময়ে প্রি-কোয়ার্টারের পূর্ণ সূচি

আগামিকাল থেকে শুরু হচ্ছে প্রি-কোয়ার্টারের খেলা। এবার এখান থেকে আটটি দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

author-image
IE Bangla Web Desk
New Update
FIFA World Cup 2018

FIFA World Cup 2018: দেখে নিন ভারতীয় সময়ে কোয়ার্টার ফাইনালের পূর্ণ সূচি

১৪ জুন থেকে শুরু হওয়া ২১ তম ফুটবল বিশ্বকাপের প্রাথমিক প্রর্বের খেলা শেষ হল গত শুক্রবার। দু'সপ্তাহ ব্যাপী গ্রুপ পর্যায়ের অন্তিম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-বেলজিয়াম। অংশগ্রহণকারী ৩২টি দেশকে আটটি গ্র্পে ভাগ করেই খেলানো হয়েছে। প্রত্যেক গ্র্পে ছিল চারটি করে দল। এদের মধ্যে থেকে দু’টি করে দল উঠল রাউন্ড অফ সিক্সটিনে। আগামিকাল থেকে শুরু হচ্ছে প্রি-কোয়ার্টারের খেলা। এবার এখান থেকে আটটি দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টারের খেলা শুরু ৬ জুলাই থেকে। ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। লুঝনিকি স্টেডিয়ামে ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

Advertisment

 দেখে নিন ভারতীয় সময়ে প্রি-কোয়ার্টারের পূর্ণ সূচি

শনিবার, ৩০ জুন

ম্যাচ ৪৯: ফ্রান্স (গ্র্প সি-র বিজয়ী) বনাম আর্জেন্তিনা (গ্র্প ডি-র  রানার্স), ভেন্যু: কাজান এরিনা, কাজান, সময়: সন্ধে ৭ টা ৩০ মিনিট

ম্যাচ ৫০: উরুগুয়ে (গ্র্প এ-র বিজয়ী) বনাম পর্তুগাল (গ্র্প বি-র  রানার্স), ভেন্যু: ফিস্ত স্টেডিয়াম,সোচি, সময়: রাত ১১টা ৩০ মিনিট

রবিবার, ১ জুলাই

ম্যাচ ৫১: স্পেন (গ্র্প বি-র বিজয়ী) বনাম  রাশিয়া (গ্র্প এ-র রানার্স), ভেন্য়ু: লুঝনিকি স্টেডিয়াম, মস্কো, সময়:  সন্ধে ৭ টা ৩০ মিনিট

ম্যাচ ৫২: ক্রোয়েশিয়া (গ্র্প ডি-র বিজয়ী) বনাম ডেনমার্ক ( গ্র্প সি-র  রানার্স), ভেন্যু: নিঝনি নভগোরোদ স্টেডিয়াম, নিঝনি নভগোরদ, সময়: রাত ১১টা ৩০ মিনিট

আরও পড়ুন: FIFA World Cup 2018: ফেয়ার প্লের শিরোপা নিয়ে শেষ ষোলোয় জাপান

সোমবার, ২ জুলাই

ম্যাচ ৫৩: ব্রাজিল (গ্র্প ই-র বিজয়ী) বনাম মেক্সিকো (গ্র্প এফ-এর  রানার্স), ভেন্যু: সামারা এরিনা, সামারা, সময়: সন্ধে ৭ টা ৩০ মিনিট

ম্যাচ ৫৪: বেলজিয়াম (গ্র্প সি-র বিজয়ী) বনাম জাপান (গ্র্প এইচ-এর  রানার্স), ভেন্যু: রোস্তভ এরিনা, রোস্তভ-অন-ডন, সময়: রাত ১১টা ৩০ মিনিট

মঙ্গলবার, ৩ জুলাই

ম্যাচ ৫৫: সুইডেন  (গ্র্প এফ-এর বিজয়ী) বনাম সুইজারল্যান্ড (গ্র্প ই-র  রানার্স), ভেন্যু:সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ, সন্ধে ৭ টা ৩০ মিনিট

ম্যাচ ৫৬: কলম্বিয়া (গ্র্প এইচ-এর  বিজয়ী) বনাম ইংল্যান্ড (গ্র্প !জি-র  রানার্স), ভেন্যু: স্পার্টাক স্টেডিয়াম, মস্কো, সময়: রাত ১১টা ৩০ মিনিট

FIFA WORLD CUP 2018
Advertisment