১৪ জুন থেকে শুরু হওয়া ২১ তম ফুটবল বিশ্বকাপের প্রাথমিক প্রর্বের খেলা শেষ হল গত শুক্রবার। দু'সপ্তাহ ব্যাপী গ্রুপ পর্যায়ের অন্তিম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-বেলজিয়াম। অংশগ্রহণকারী ৩২টি দেশকে আটটি গ্র্পে ভাগ করেই খেলানো হয়েছে। প্রত্যেক গ্র্পে ছিল চারটি করে দল। এদের মধ্যে থেকে দু’টি করে দল উঠল রাউন্ড অফ সিক্সটিনে। আগামিকাল থেকে শুরু হচ্ছে প্রি-কোয়ার্টারের খেলা। এবার এখান থেকে আটটি দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টারের খেলা শুরু ৬ জুলাই থেকে। ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। লুঝনিকি স্টেডিয়ামে ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
দেখে নিন ভারতীয় সময়ে প্রি-কোয়ার্টারের পূর্ণ সূচি
শনিবার, ৩০ জুন
ম্যাচ ৪৯: ফ্রান্স (গ্র্প সি-র বিজয়ী) বনাম আর্জেন্তিনা (গ্র্প ডি-র রানার্স), ভেন্যু: কাজান এরিনা, কাজান, সময়: সন্ধে ৭ টা ৩০ মিনিট
ম্যাচ ৫০: উরুগুয়ে (গ্র্প এ-র বিজয়ী) বনাম পর্তুগাল (গ্র্প বি-র রানার্স), ভেন্যু: ফিস্ত স্টেডিয়াম,সোচি, সময়: রাত ১১টা ৩০ মিনিট
রবিবার, ১ জুলাই
ম্যাচ ৫১: স্পেন (গ্র্প বি-র বিজয়ী) বনাম রাশিয়া (গ্র্প এ-র রানার্স), ভেন্য়ু: লুঝনিকি স্টেডিয়াম, মস্কো, সময়: সন্ধে ৭ টা ৩০ মিনিট
ম্যাচ ৫২: ক্রোয়েশিয়া (গ্র্প ডি-র বিজয়ী) বনাম ডেনমার্ক ( গ্র্প সি-র রানার্স), ভেন্যু: নিঝনি নভগোরোদ স্টেডিয়াম, নিঝনি নভগোরদ, সময়: রাত ১১টা ৩০ মিনিট
আরও পড়ুন: FIFA World Cup 2018: ফেয়ার প্লের শিরোপা নিয়ে শেষ ষোলোয় জাপান
সোমবার, ২ জুলাই
ম্যাচ ৫৩: ব্রাজিল (গ্র্প ই-র বিজয়ী) বনাম মেক্সিকো (গ্র্প এফ-এর রানার্স), ভেন্যু: সামারা এরিনা, সামারা, সময়: সন্ধে ৭ টা ৩০ মিনিট
ম্যাচ ৫৪: বেলজিয়াম (গ্র্প সি-র বিজয়ী) বনাম জাপান (গ্র্প এইচ-এর রানার্স), ভেন্যু: রোস্তভ এরিনা, রোস্তভ-অন-ডন, সময়: রাত ১১টা ৩০ মিনিট
মঙ্গলবার, ৩ জুলাই
ম্যাচ ৫৫: সুইডেন (গ্র্প এফ-এর বিজয়ী) বনাম সুইজারল্যান্ড (গ্র্প ই-র রানার্স), ভেন্যু:সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ, সন্ধে ৭ টা ৩০ মিনিট
ম্যাচ ৫৬: কলম্বিয়া (গ্র্প এইচ-এর বিজয়ী) বনাম ইংল্যান্ড (গ্র্প !জি-র রানার্স), ভেন্যু: স্পার্টাক স্টেডিয়াম, মস্কো, সময়: রাত ১১টা ৩০ মিনিট