বিশ্বকাপের লড়াইয়ে এখনও ঠাঁই মেলেনি, তাতে কী, ফুটবল নিয়ে উন্মাদনায় বরাবরই এগিয়ে থাকি আমরা। এবার রাশিয়ার বিশ্বকাপেও নিজেদের সেই গরিমা বজায় রাখল ভারত। এখনও পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার নিরিখে ভিউয়ারশিপের পরিসংখ্যানে এগিয়ে রইল ভারত। বিশ্বকাপ ফুটবলের প্রথম সপ্তাহে এ দেশে যে সংখ্যক ভিউয়ারশিপ ছিল, সেই সংখ্যাটা ইতিমধ্যেই টপকে দিয়েছেন ভারতীয় দর্শকরা। প্রথম ৯ দিনে ২৬ টি ম্যাচ মিলিয়ে এদেশে মোট ১১৭ মিলিয়নের বেশি দর্শক মেসি, নেইমার, রোনাল্ডোদের খেলা চেটেপুটে উপভোগ করেছেন, এমনটাই দাবি বার্ক ইন্ডিয়ার। মিডিয়া রাইটস হোল্ডার সোনি পিকচার্স নেটওয়ার্কেরও দাবি যে, গোটা এই ইভেন্ট এ দেশে দেখেছেন ১১৭.৩ মিলিয়ন দর্শক। সরাসরি সম্প্রচার, র্যাপ অ্যারাউন্ড শো, হাইলাইটস, পুনঃসম্প্রচার...এসব মিলিয়ে ভিউয়ারশিপ সংখ্যাটা ঠেকেছে ১১৭.৩ মিলিয়নে, যার মধ্যে ৯৯.৩ মিলিয়ন দর্শক টেলিভিশনের আর বাকি ১৮ মিলিয়ন লোক খেলা দেখেছেন লাইভ স্ট্রিম। এর মধ্যে গত ১৭ জুন জার্মানি-মেক্সিকো ম্যাচ দেখেছন সবচেয়ে বেশি সংখ্যক ফুটবলপ্রেমী। এ ম্যাচের দর্শকসংখ্যা ছিল ৭ মিলিয়ন।
‘বাঙালির তুমি সেরা ফুটবল...’ এ গানের লাইন যে কতখানি চিরসত্য, তাও স্পষ্ট হচ্ছে ভিউয়ারশিপের পরিসংখ্যানে। ফুটবল নিয়ে বাঙালির আবেগ সর্বজনবিদিত। আর সেই ট্রেন্ড ধরে রেখে এবারের বিশ্বকাপ দেখার মাপকাঠিতে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে এ রাজ্য। ১৪.৮ মিলিয়ন ভিউয়ারশিপ নিয়ে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ১৪.৫ মিলিয়ন ভিউয়ারশিপ নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে কেরালা। দক্ষিণের এই রাজ্যের পরেই রয়েছে মহারাষ্ট্র, সে রাজ্যের ভিউয়ারশিপের সংখ্যা ৭.১ মিলিয়ন। ফুটবল নিয়ে মহিলাদের তেমন উৎসাহ নেই, এ কথা ভুল প্রমাণ করে দিচ্ছে তথ্য। জানা যাচ্ছে, এবারর বিশ্বকাপ দর্শকদের মধ্যে ৪৬ শতাংশই মহিলা।
আরও পড়ুন, FIFA World Cup 2018: দেখে নিন ভারতীয় সময়ে প্রি-কোয়ার্টারের পূর্ণ সূচি
হিন্দি, মালয়ালাম, বাংলা, তামিল, তেলুগুর মতো আঞ্চলিক ভাষায় ভিউয়ারশিপ ৪৬ শতাংশ। মালয়ালাম ভাষায় কমেন্ট্রির ফলে কেরালার একটি চ্যানেলে ভিউয়ারশিপের সংখ্যা দাঁড়িয়েছে ৬.৮ মিলিয়ন। অন্যদিকে এ রাজ্যে বাংলায় কমেন্ট্রির ক্ষেত্রে সংখ্যাটা ৫.৪ মিলিয়ন। গ্রামাঞ্চলে দর্শকের সংখ্যাটা দাঁড়িয়েছে ৪১ শতাংশে।