Advertisment

FIFA World Cup 2018: মাসচেরানো-বিগলিয়ার পথেই কি হাঁটবেন মেসিরা!

অবসর নেওয়ার কথা ঘোষণা করে দিলেন আর্জেন্তিনার জ্যাভিয়ার মাসচেরানো ও লুকাস বিগলিয়া। এবার কি সেই পথেই হাঁটতে চলেছেন লিওনেল মেসি ও সের্জিও আগুয়েরোরা?

author-image
IE Bangla Web Desk
New Update
Lucas Biglia and Javier Mascherano

FIFA World Cup 2018: মাসচেরানো-বিগলিয়ার পথেই কি হাঁটবেন মেসিরা!

ফ্রান্সের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্তিনা। শনিবার কাজানে দাঁড়িয়েই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করে দিলেন আর্জেন্তিনার জ্যাভিয়ার মাসচেরানো ও লুকাস বিগলিয়া। এবার কি সেই পথেই হাঁটতে চলেছেন লিওনেল মেসি ও সের্জিও আগুয়েরোরা?

Advertisment

বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ও দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে তিন গোলে হারে আর্জেন্তিনা। তখনই মেসির সঙ্গে একঝাঁক আর্জেন্তাইন ফুটবলার অবসর নেবেন বলে জানা গিয়েছিলে। মাসচেরানো-বিগলিয়া ছাড়াও মেসি, গঞ্জালো হিগুয়েন, মার্কোস রোহো, এভার বানেগা, সের্জিও আগুয়েরো ও অ্যানহেল ডি মারিয়ারা ছিলেন সেই তালিকায়। বিদেশের একাধিক মিডিয়া সেই খবর ছাপিয়েছিল।

আরও পড়ুন: Fifa World Cup 2018: মেসির সঙ্গেই একঝাঁক আর্জেন্তাইন ফুটবলারের অবসরের ভাবনা

চলতি বিশ্বকাপে আর্জেন্তিনা স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার ছিলেন মাসচেরানো। শেষ ১৫ বছরে দেশের জার্সিতে ১৪৫ বার মাঠে নেমেছেন তিনি। খেলার শেষে বলছেন, “ আমাদের গল্প এখানেই শেষ। নিজেদের সবটুকু উজাড় করে দিয়েও শেষ পর্যন্ত পারিনি। ম্যাচের শুরুটা ভাল হয়নি আমাদের। কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলাম। কয়েক’টা গোলই সব শেষ করে দিল। এখন থেকে আমি শুধুই একজন আর্জেন্তিনার ফ্যান।” মাসচেরানো ফ্রান্সের বিরুদ্ধে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন। দেশের জার্সিতে এটি ছিল তাঁর ১৪৭ তম ম্যাচ। চারটি বিশ্বকাপ খেলা এই মিডফিল্ডার এখন তরুণদের জায়গা করে দিতে চান। বলছেন, “আমার বিদায় বলার সময় এসে গিয়েছে। এখন তরুণরা এগিয়ে আসুক।” এদিন রিজার্ভে ছিলেন বিগলিয়া। দেশের জার্সিতে ৫৭ ম্যাচ খেলা মিডফিল্ডার বলছেন, “আমি সরে দাঁড়াতে চাই। এই দলে আমার আর কোনও প্রয়োজন নেই।’’

আরও পড়ুন: FIFA World Cup 2018: বিশ্বকাপের উপরেই নির্ভর করছে ভবিষ্যত, ইঙ্গিত মেসির

এবার আসা যাক মেসির কথায়।পরপর দু’বার কোপা আমেরিকা ও একবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চ থেকে ফিরতে হয়েছে এলএম টেনের আর্জেন্তিনাকে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ২০১৬-তে কোপা ব্যর্থতার পরেই জাতীয় দলের জার্সি থেকে অবসর নিতে চেয়েছিলেন। সেদেশের মিডিয়ার তোপের মুখে পড়ে দেশের হয়ে আর না খেলার কথা ভেবেছিলেন মেসি। যদিও পরে নিজের সিদ্ধান্ত বদলে নীল-সাদা জার্সিতে খেলা চালিয়ে যান আর্জেন্তাইন রাজপুত্র। দেশের জার্সিতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও অলিম্পিক স্বর্ণ পদক রয়েছে মেসির। কিন্তু বিশ্বকাপটা অধরাই থেকে যাবে তাঁর। যদিও মেসি চলতি বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছিলেন যে, বিশ্বকাপের উপরেই তাঁর ভাগ্য নির্ভর করছে। এখন দেখার মেসি-মারিয়ারা কী করেন!

FIFA WORLD CUP 2018
Advertisment