Advertisment

FIFA WORLD CUP 2018: ফাব্রেগাস-মোরাতাকে দেশে রেখেই রাশিয়ার উড়ান ধরছে স্পেন

বিশ্বকাপের জন্য দল বেছে নিল স্পেনের কোচ জুলেন লোপেতেগুই। ২৩ সদস্যের স্কোয়াডে ঠাঁই পেলেন না চেলসির আলভারো মোরাতা, সেস ফাব্রেগাস ও মার্কোস আলোন্সো।

author-image
IE Bangla Web Desk
New Update
Spain anounces worldcup squad

FIFA Football World Cup 2018, Spain vs Russia

বিশ্বকাপের জন্য দল বেছে নিল স্পেনের কোচ জুলেন লোপেতেগুই। ২৩ সদস্যের স্কোয়াডে ঠাঁই পেলেন না চেলসির আলভারো মোরাতা, সেস ফাব্রেগাস ও মার্কোস আলোন্সো। কিন্তু জায়গা করে নিলেন আর্সেনালের লেফট-ব্যাক নাচো মনরিয়াল।

Advertisment

বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে মোরাতার পা থেকে এসেছিল পাঁচটি গোল। লোপেতেগুইর স্কোয়াডে মার্চ মাস পর্যন্ত তিনি ছিলেন নিয়মিত। কিন্তু চেলসির প্রথম একাদশ থেকে বাদ পড়ার পরই লোপেতেগুইয়ের দলেও জায়গা পাননি মোরাতা। অন্যদিকে প্রিমিয়র লিগে শুরুটা দারুণ করেছিলেন আলোন্সো। ৩৩ ম্যাচে সাত গোল করেছেন তিনি। এহেন আলোন্সোর জায়গাতেই নাচোকে নিলেন স্প্যানিশ কোচ।

আরও পড়ুন, FIFA WORLD CUP 2018: পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করা একাধিক ফুটবলার ব্রাত্য বিশ্বকাপে

দেখে নেওয়া যাক পুরো স্পেন দল

গোলকিপার: কেপা আরিজাবালাগা (অ্যাথলেটিক বিলবাও), ডেভিড ডি গিয়া (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), পেপে রেইনা (নাপোলি)

ডিফেন্ডার: সিজার আজপিলিকুয়েতা (চেলসি), ড্যানি কার্ভাহাল (রিয়াল মাদ্রিদ), জর্ডি আলবা (বার্সেলোনা), নাচো (রিয়াল মাদ্রিদ), নাচো মনরিয়াল (আর্সেনাল), আলভারো ওদরিওজোলা (রিয়াল সোসিদাদ), জেরার্ড পিকে (বার্সেলোনা), সের্জিও র‌্যামোস (রিয়াল মাদ্রিদ)

মিডফিল্ডার: ইস্কো (রিয়াল মাদ্রিদ), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), সের্জিও বুকসকোয়েটস (বার্সেলোনা), ডেভিড সিলভা (ম্যাঞ্চেস্টার সিটি), আন্দ্রে ইনিয়েস্তা (বার্সেলোনা), সাউল নিগুয়েজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ)

ফরোয়ার্ড: মার্কো আসেনসিও (রিয়াল মাদ্রিদ), ইয়াগো আসপাস (সেল্টা ভিগো), দিয়েগো কোস্তা (অ্যাটলেটিকো মাদ্রিদ), রডরিগো (ভ্যালেন্সিয়া), লুকাস ভাজকোয়েজ (রিয়াল মাদ্রিদ)

FIFA WORLD CUP 2018 Spain
Advertisment