Advertisment

তোমার পায়ের ধুলো দিয়ে যাও! বিশ্বজয়ী মেসিকে এবার আমন্ত্রণ জানাল 'চিরশত্রু' ব্রাজিলও

মেসিকে টুপি খোলা কুর্নিশ ব্রাজিলের, আমন্ত্রণও পেলেন আর্জেন্টিনীয় মহানায়ক

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মেসির বিশ্বজয় গোটা দুনিয়াকে এক ভালোবাসার সুতোয় বেঁধে দিয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠকে সম্মান জানাতে দ্বিধা করছে না চিরকালীন 'শত্রুপক্ষ'ও। বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে এখনও দেশে ফেরেননি। এর মধ্যেই এলএমটেন আমন্ত্রণ পেয়ে গেলেন চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছ থেকে। মিথ হয়ে যাওয়া মারকানা স্টেডিয়ামে মেসির পদধূলি ফেলার জন্য করজোড়ে মেসির কাছে আর্জি জানাল ব্রাজিল।

Advertisment

ব্রাজিলের রিও ডি জেনেইরোর ফুটবল সংস্থার প্রেসিডেন্ট আদ্রিয়ানো হোসে ডস স্যান্টোস আমন্ত্রণ-বার্তায় লিখেছেন, "রিও ডি জেনেইরো রাজ্যের ফুটবল সংস্থা তোমাকে আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত যে মারকানার ওয়াক অফ ফেম-এ তুমি অংশ নাও। বিশ্বফুটবলে তোমার নাম অক্ষয় হয়ে থাকুক মারাকানায় পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনহো, রোনাল্ডোদের মত বিস্ময়-নামের সান্নিধ্যে।"

আরও পড়ুন: মেসি ভারতীয় ফুটবলার, জন্ম আসামে! ইতিহাস ঘেঁটে দুর্ধর্ষ তথ্য বের করলেন কংগ্রেস নেতা

"মাঠ এবং মাঠের বাইরে মেসি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। সুন্দর, গৌরবোজ্জ্বল কেরিয়ার বিশ্বকাপ জয়ে আরও মহিমান্বিত হয়েছে। মেসিকে মারাকানার সম্মান জানানোর জন্য এর থেকে ভালো সময় আর হতে পারে না। বল পায়ে মেসি একজন জিনিয়াস।"

এই নিয়ে দ্বিতীয়বার ঐতিহাসিক মারাকানায় মেসিকে আসার জন্য আমন্ত্রণ জানানো হল। এর আগে ২০১৯-এ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পরে মেসিকে ওয়াক অফ ফেম-এ আসার জন্য বলা হয়েছিল।

মেসি যদি মারাকানায় যেতে রাজি হন, বিখ্যাত একাধিক বিদেশি তারকার সঙ্গে নিজের নাম খোদাই করে নেবেন তারকা- চিলির এলিয়াস ফিগুয়েরা, উরুগুয়ের আলসেদিস ঘিঘিয়া এবং সেবাস্তিয়ান আবরিও এবং জার্মানির ফ্রাঙ্ক বেকেনবাওয়ার। ২০১৯-এ রোনাল্ডিনহোকে যখন সম্মান দেওয়া হয় মারাকানায়, সেই সময় তিনি বলেছিলেন, "এটা আমার কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব।"

brazil FIFA World Cup. Football FIFA World Cup Lionel Messi Qatar World Cup 2022 leo messi Argentina
Advertisment