Advertisment

বিশ্বকাপের ইতিহাসে বেনজির ঘটনা! ইংল্যান্ড-ইরান ম্যাচে ১৪ মিনিট এক্সট্রা টাইম, কেন জানুন

অদ্ভুত কারণ ঘটল বিশ্বকাপের মঞ্চে। দেওয়া হল ১৪ মিনিট এক্সট্রা টাইম

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ইরান বনাম ইংল্যান্ড ম্যাচ একাধিক কারণে ম্যাচের আগেই শিরোনামে উঠে এসেছিল। ইংল্যান্ডের ফুটবলাররা ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরলেই সাসপেন্ড হওয়ার ঝুঁকি ছিল। অন্যদিকে, ইরান দেশের নারী-আন্দোলনের জন্য কিছু বার্তা দেয় কিনা, সেদিকে নজর ছিল।

Advertisment

হিজাব না পরার অপরাধে দেশের মৌলবাদীদের হাতে প্রাণ গিয়েছিল মাহসা আমিনির। তারই প্রতিবাদে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরান ফুটবলাররা। গোটা ঘটনায় ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টিভি চ্যানেল জাতীয় সঙ্গীতের জন্য লাইন ধরে দাঁড়ানো ফুটবলারদের ফুটেজও সরাসরি সম্প্রচারিত করেনি। এমনটাই খবর রয়টার্সের। এদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে দর্শকরা নির্ধারিত সময়ের অনেক পরে মাঠে প্রবেশ করেন।

আরও পড়ুন: ৬ গোলের মালা পরিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের! বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ল ইরান

এমন ঘটনাবহুল ম্যাচ মাঠের মধ্যেও শিরোনামে উঠে এল সম্পূর্ণ অন্য কারণে। প্রথমার্ধের শেষে ১৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল দুই দলকে। সেই সময় ইতিমধ্যেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।

আসলে ইরানের গোলকিপার আলিরেজা বেইরানভান্দ মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ম্যাচের ৮ মিনিটেই হ্যারি কেনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ান সতীর্থ মজিদ হোসেইনির সঙ্গে। এরপরে চোটের অবস্থা খতিয়ে দেখার জন্য একাধিকবার মেডিক্যাল চেক আপ হয় আলিরেজার।

তবে এরপরেও খেলা চালিয়ে যান তিনি। যদিও ১৮ মিনিটে মাঠে লুটিয়ে পড়লে স্ট্রেচারে করে বের করে আনতে হয় ইরানিয়ান তারকাকে। এই গোটা ঘটনার জন্যই রেফারি ১৪ মিনিট অতিরিক্ত সময় খেলান দুই দলকে।

England FIFA World Cup FIFA World Cup. Football Iran Qatar World Cup 2022
Advertisment