scorecardresearch

বড় খবর

গ্রুপ থেকেই কি বিদায় আর্জেন্টিনার, এখনও যে তিন অঙ্কে শেষ ১৬-য় পৌঁছতে পারে মেসিরা, জানুন

মেসির শেষ বিশ্বকাপে গ্রুপ থেকেই কি বিদায় নেবে আর্জেন্টিনা

গ্রুপ থেকেই কি বিদায় আর্জেন্টিনার, এখনও যে তিন অঙ্কে শেষ ১৬-য় পৌঁছতে পারে মেসিরা, জানুন

বিশ্বকাপের মাত্র তৃতীয় দিনেই সর্ববৃহৎ অঘটন। পাঁচ ম্যাচও গড়াল না কাতারে। অঘটনের সূত্রপাত হয় গেল। পূর্ণ শক্তির আর্জেন্টিনা হেরে বসল সৌদি আরবের কাছে। ফুটবল ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ অপরাজিত থাকার জন্য আর্জেন্টিনার দরকার ছিল মাত্র একটা জয়। তবে ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজেয় থাকার নজির স্পর্শ করা হল না। ২০১৯ থেকে লিওনেল স্কালোনির যে দল বিশ্বফুটবলে টানা অপরাজিত ছিল, তার অবসান ঘটল মঙ্গলবার। আইকনিক লুসেইল স্টেডিয়ামে।

ম্যাচের ১০ মিনিটের মধ্যেই মেসি পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন। প্রথমার্ধে পুরো নিয়ন্ত্রণ আর্জেন্টিনার কাছেই ছিল। তিনটে গোল অফসাইডের জন্য বাতিল হলেও ভাবা হয়েছিল দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়িয়ে নেবে লা আলবিসিলেস্তেরা। তবে দুর্ধর্ষ কামব্যাক ঘটিয়ে যায় সৌদি আরব। বিরতির পর ৪৮ মিনিটে সৌদির হয়ে কোনাকুনি লো শটে সমতা ফেরান সালেহ আল সেহরি। আর ঠিক পাঁচ মিনিট পরে ৫৩ মিনিটে ২-১ করে যান আল দাসেরি।

আরও পড়ুন: কাতারে প্ৰথম অঘটন! ৩৬ ম্যাচের অপরাজিত আর্জেন্টিনাকে মাটিতে মিশিয়ে হারাল সৌদি আরব

এরপরে সৌদির রক্ষণ আর ভাঙতে পারেনি মেসির আর্জেন্টিনা। ঘটনা হল, গ্রুপ সি-তে এই হারের পরেই আর্জেন্টিনার পরের রাউন্ডে পৌঁছনো নিয়ে রীতিমত সংশয় তৈরি হয়ে গেল। আর্জেন্টিনার গ্রুপে সবথেকে সহজ প্রতিপক্ষ ছিল সৌদি আরবই। বাকি দুই ম্যাচেই মেসিদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে হাজির থাকবে নর্থ আমেরিকার অন্য এক পরাশক্তি মেক্সিকো এবং লেওয়ানডস্কির পোল্যান্ডের মত হেভিওয়েট দল। বাকি দুই ম্যাচই আপাতত আর্জেন্টিনার কাছে মাস্ট-উইন হয়ে দাঁড়াল। বাকি দুই ম্যাচে শুধু জিতলেই হবে না স্কালোনির দলকে বড় ব্যবধানে জয়ের চেষ্টা চালিয়ে যেতে হবে। যাতে শেষে গোল পার্থক্য সমস্যা না হয়ে দাঁড়ায়।

প্রথম হিসাব: আর্জেন্টিনার পক্ষে সবথেকে ভালো সমীকরণ, সৌদি যদি বাকি দুই ম্যাচেই পোল্যান্ড এবং মেক্সিকোকে হারাতে পারে এবং মেসিরা বাকি দুই ম্যাচেই জয় পায়। তাহলে কোনও হিসাবে নিকেশ ছাড়াই আর্জেন্টিনা শেষ ষোলোয় পৌঁছবে।

দ্বিতীয় হিসাব: মেক্সিকো এবং পোল্যান্ড দুই দলই সৌদির বিরুদ্ধে জিতলে আর্জেন্টিনার পক্ষে অঙ্ক একটু কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে বড় ব্যবধানে বাকি দুই ম্যাচ জিতে গোল পার্থক্যে বাকিদের থেকে এগিয়ে থেকে প্ৰথম দুইয়ে থাকা নিশ্চিত করতে হবে।

তৃতীয় হিসাব: প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য হেড টু হেড ফলাফল নয়, গোল পার্থক্য বিচার্য। তাই আর্জেন্টিনা প্ৰথম ম্যাচে হারের পরেও গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সৌদি আরব গ্রুপের মোট তিন ম্যাচে তিনটিতেই জয় লাভ না করে এবং আর্জেন্টিনা বাকি দুই ম্যাচ জিতে যায়।

এবারের টুর্নামেন্টের অন্যতম হেভিওয়েট দল হিসেবে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার আর্জেন্টিনা। মেসিও আগাম জানিয়ে দিয়েছেন কাতারই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। আগামী কয়েক সপ্তাহে আর্জেন্টিনার ভাগ্যে কী অপেক্ষা করছে, সেটাই আপাতত দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Fifa world cup 2022 how can lionel messi starrer argentina qualify for round of 16 after shock defeat against saudi arabia