বিশ্বকাপে মাঠ এবং মাঠের বাইরের কীর্তির জন্য বারেবারেই শিরোনামে উঠে এসেছেন। গোলের নিচে অতন্দ্র প্রহরী হয়ে উঠেছিলেন। নকআউট পর্বে জোড়া ম্যাচ টাইব্রেকারে জিতিয়েছেন দলকে। ফাইনালে টাইব্রেকারে টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা পারফরম্যান্স আদায় করে নিয়েছেন। সেই সঙ্গে সংযোজিত সময়ে অতিমানবিক সেভ করে আর্জেন্টিনাকে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচিয়েছেন।
তবু গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজের নামের পাশে জুড়ে গিয়েছে 'বিতর্কিত' শব্দ বন্ধনী। গোল্ডেন গ্লাভস জয়ের মঞ্চ থেকে শুরু হয়েছিল বিতর্কের ঢেউ। মঞ্চেই বিশ্ববাসীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করে বসেন মার্টিনেজ। তারপরে ড্রেসিংরুমে বিশ্বকাপ জয় সেলিব্রেশন করার সময় এমবাপের নামে গান ধরেন তিনি।
আরও পড়ুন: এমবাপে নেই, নেইমার নেই! PSG ফের জিতল মেসির অবিশ্বাস্য গোলে, দেখুন ভিডিও
ঝামেলা এখানেই শেষ হয়নি। দেশে ফিরে রাজধানীতে উদযাপন পর্ব চলাকালীন মার্টিনেজের হাতে দেখা গিয়েছিল এমবাপের মুখ বসানো পুতুল। সমস্ত ঘটনাপ্রবাহে বিশ্বজুড়ে তীব্র সমালোচিত হন তিনি। সরকারিভাবে ফ্রান্স ফুটবল সংস্থার পক্ষ থেকে অভিযোগ জানানো হয় আর্জেন্টিনীয় ফুটবল ফেডারেশনকে।
এরপরে ফিফার তরফেও সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় শৃঙ্খলাভঙ্গ করেছে জয়ী আর্জেন্টিনা দল। ফিফার অভিযোগের নিশানায় যে এমি মার্টিনেজের অঙ্গভঙ্গি এবং আনুষঙ্গিক ঘটনাপ্রবাহ, তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে গোটা বিতর্কে মার্টিনেজের পাশেই দাঁড়াচ্ছেন লিওনেল মেসি। ডায়ারিও ওলে-কে দেওয়া সাক্ষাৎকারে মেসি সতীর্থকে সমর্থন করে বলে দেন, "আর্জেন্টিনীয়দের আচরণ নিয়ে একটা নেতিবাচক ধারণা গেঁথে দেওয়া হয়েছে। তবে আমরা বরাবর মাঠ এবং মাঠের বাইরে দৃষ্টান্তমূলক ব্যবহারের উদাহরণ রাখতে চেয়েছি।"
আরও পড়ুন: এমবাপেকে পাস না বাড়ানোই বিরাট ভুল! মার্টিনেজের সেই সেভ এখনও দুঃস্বপ্নে রেখেছে মুয়ানিকে
গোটা টুর্নামেন্টে একাধিকবার আর্জেন্টিনীয়দের আচরণ প্রশ্নের মুখে পড়েছে। ফ্রান্সের বিপক্ষে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ তো বটেই কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও আগুয়েরো-লিসান্দ্র মার্টিনেজরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। যে ম্যাচে দুই দলের ফুটবলার সাপোর্ট স্টাফ নিয়ে মোট ১৮ জন কার্ড হজম করেন।
মেসি বলছেন, প্রতিপক্ষের প্ররোচনাতেই এরকম কাণ্ড ঘটেছিল। মার্টিনেজের আচরণ এবং ফিফার নিষেধাজ্ঞা নিয়ে মেসির সাফ বক্তব্য, "ফিফা পুরো বিষয়টি বিশ্লেষণই করে দেখেনি। প্রত্যেকেই আর্জেন্টিনার সেলিব্রেশন নিয়ে কথা বলছেন। কেউই তার আগের ঘটনা নিয়ে মুখ খুলছেন না।"
ঘটনা হল, ফিফার তরফে আর্জেন্টিনীয়দের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হলেও কী শাস্তির মুখে পড়তে হবে বিশ্বকাপজয়ী দলকে, তা এখনও স্পষ্টভাবে জানায়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।