/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/ronaldo.jpeg)
তাঁর জগৎজোড়া খ্যাতি। বিশ্বের সর্বকালের সেরা এথলিটদের মধ্যে একজন তিনি। তাঁকে একঝলক দেখার জন্য এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দেন লাখো লাখো সমর্থক। সেই রোনাল্ডোই কিনা এবার পাগল সমর্থকের পাল্লায় পড়লেন। বিশ্বকাপে শেষবার মরোক্কা ম্যাচে খেলতে নেমেছিলেন মহাতারকা। আপাতত তিনি ফুটবলের সর্বসেরা টুর্নামেন্টের ইতিহাসে অতীত হয়ে গিয়েছেন।
আর অভিশপ্ত মরক্কো ম্যাচেই চরম অসম্মানের মুখে পড়তে হল সিআরসেভেন-কে। পর্তুগিজ ডাগ-আউট সংলগ্ন যে দর্শক গ্যালারি রয়েছে, সেখান থেকেই এক সমর্থক রোনাল্ডোকে জল ছুড়ে উত্যক্ত করতে চাইলেন। সেই ঘটনার ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: ক্রোয়েশিয়া ম্যাচে টাইব্রেকারে কেন শট নেননি নেইমার, রহস্য ফাঁস করলেন কোচ তিতে
এমন কাণ্ড ঘটানোর পর তড়িঘড়ি নিরাপত্তাকর্মীরা এসে বের করে দেন সংশ্লিস্ট দর্শককে। সুইজারল্যান্ড ম্যাচে রোনাল্ডো খেলতে নামেননি। শেষ ষোলোর পর শেষ আটের লড়াইয়েও মরক্কো ম্যাচে রোনাল্ডোর জায়গা হয়েছিল ডাগ-আউটে। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে সুপারস্টারকে মাঠে নামান কোচ স্যান্টোস। মাঠে নামার আগে ওয়ার্ম আপ করছিলেন কিংবদন্তি। সেই সময়েই দর্শক আসন থেকে জল ছোঁড়ার ঘটনা সামনে আসে। যা দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছে ফুটবল মহল।
Angry fan escorted out for throwing water on Ronaldo. Not difficult to show some respect. Good result. pic.twitter.com/HHVLv051Y4
— Adriano Del Monte (@adriandelmonte) December 10, 2022
মরক্কোর কাছে হারের পরে রোনাল্ডো ইঙ্গিতবাহী এক সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, তাঁর বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে কিছু বলেননি তিনি। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হারের পর রোনাল্ডো কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন। যা দেখে শোকের সাগরে ভেসে গিয়েছিলেন ফুটবল সমর্থকরা। এমন শোকের আবহেই দর্শকের এমন কাণ্ডে ক্ষিপ্ত ফুটবল মহল।
আরও পড়ুন: মেসিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন, সেই রেফারিকেই লাল কার্ড দেখাল ফিফা
যাইহোক, পর্তুগালের বিদায়ের পর প্ৰথমবার মুখ খুলে রোনাল্ডো বলেছেন, এখন পুরো পরিস্থিতি পর্যালোচনা করার সময়। টানা ১৯ বছর পর্তুগালের হয়ে খেলার পরে তিনি এখনই বুটজোড়া তুলে রাখবেন কিনা, তা নিয়ে সরাসরি কোনও বার্তা দেননি।