Advertisment

সেমিফাইনাল, ফাইনালের জন্য নতুন বল আনল ফিফা! বিশ্বকাপের এই বলের ফিচার্স চোখধাঁধানো

বিশ্বকাপের ইতিহাসে এরকম বলে আগে খেলা হয়নি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য নতুন বল নিয়ে এল ফিফা। গ্রুপ পর্ব, প্রি-কোয়ার্টার এবং কোয়ার্টার ম্যাচ খেলা হচ্ছিল 'আল রিহলা' বলে। আরবি ভাষায় যার অর্থ যাত্রা। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য এবার 'আল হিলম' বলে খেলা হবে। আরবিতে এই বলের অর্থ স্বপ্ন।

Advertisment

'আল হিলম' এবং 'আল রিহালার' মধ্যে বস্তুগত কোনও পার্থক্যই নেই। প্রযুক্তি থেকে বলের ডিজাইন, আকার- সব একই। তবে নতুন বলে ব্যবহৃত হচ্ছে কাতারি পতাকার রং। আইএমইউ সেন্সরের মাধ্যমে বলের তথ্য মজুত করার 'কানেক্টেড বল টেকনলজি' এবার বিশ্বকাপে ব্যবহার করছে প্রস্তুতকারক আডিডাস সংস্থা। এই প্রযুক্তির সফল প্রয়োগ করেই এবার নিখুঁতভাবে অফসাইড নির্ণয় করা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: প্রীতমের ক্রস বুকে রাখবেন রোনাল্ডো! নক্ষত্র খসার রাতে হৃদয় ভিজিয়ে দিলেন বাগানের সুপারস্টার

রাজধানী দোহা সংলগ্ন মরু এলাকার সূক্ষ্ম ইঙ্গিত তুলে ধরা হয়েছে নতুন 'আল হিলম' বলে। আডিডাসের জেনারেল ম্যানেজার নিক ক্রেইগ বলেছেন, "ক্রীড়া শক্তির আলোক বিচ্ছুরণের মাধ্যমে গোটা বিশ্বকে একত্রিত করার ঘটনাকে প্রতিনিধিত্ব করছে আল হিলম। এই খেলার প্রতি প্যাশনের জন্য দুনিয়ার লক্ষ লক্ষ সমর্থক প্রতিদিন ফুটবলের খোঁজ খবর রাখছে। ফুটবলের বৃহত্তম মঞ্চের শেষ পর্যায়ের লড়াইয়ে সমস্ত অংশগ্রহণকারী দলগুলিকলের জন্য শুভকামনা রইল।"

কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যে আল রিহলা বল ব্যবহার করা হচ্ছিল, তা ইতিমধ্যেই সমালোচনায় দীর্ণ। ফুটবলারদের অভিযোগ বল এতটাই হালকা যে ফ্রিকিক থেকে গোলে বল রাখতে সমস্যা হচ্ছে।

ব্রিটিশ প্রচারমাধ্যম দ্য গার্ডিয়ান-কে ইংল্যান্ডের তারকা কায়রণ টিপিয়ের বলে দিয়েছেন, "অনেকটা হালকা লাগছে। মনে হচ্ছে সজোরে শট করলে বল হাওয়ায় উড়ে যাবে। এই বিষয়ে আমাদের খাটতে হবে। আমরা এই ধরনের বল নিয়েই অনুশীলন করছি।"

Qatar World Cup 2022 FIFA World Cup FIFA World Cup. Football FIFA
Advertisment