শেষবারের মত বিশ্বকাপে নেমেছেন। ট্রফি জেতার শেষ সুযোগ এবারই। তাই লিওনেল আন্দ্রেস মেসি নিজেকে নিংড়ে দিচ্ছেন মাঠে। চেনা পরিচিত ঠান্ডা ঠান্ডা কুল কুল ভাবমূর্তি নয়, আগ্রাসী মেসি সাড়া ফেলে দিয়েছেন নিজের ভোলবদলে। হাত দিয়ে বল আটকাচ্ছেন, রেফারির সঙ্গে তর্ক করছেন, স্বভাববিরুদ্ধভাবে হলুদ কার্ড হজম করছেন, এমনকি প্রতিপক্ষের ফুটবলারদের দিকে তেড়ে যেতেও দেখা গিয়েছে চিরকালের শান্ত মেসিকে।
নেদারল্যান্ডস ম্যাচের পরেই মেসি লাইভ টিভি সাক্ষাৎকারে মাঠ দিয়ে হেঁটে চলা নেদারল্যান্ডস তারকা ওয়েগহর্স্টকে নিশানা করেছিলেন। জোড়া গোল করে ডাচদের নায়ক ওয়েগহর্স্টকে দেখেই মেসি বলে দেন, "এদিকে কী দেখছ, যাও ভাগো।" সেই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে বিশ্বকাপের মঞ্চে। ক্ষিপ্ত মেসির সেই স্প্যানিশে উগরে দেওয়া রাগের মন্তব্য ইতিমধ্যেই মিম হিসাবে ছেয়ে রয়েছে বিশ্বকাপের দুনিয়ায়। টি-শার্ট, কফি মাগ, ম্যাগাজিনে বারবার এই মেসি-মন্তব্য ছেপে বিকোচ্ছে হটকেকের মত। এক স্পোর্টস বিপণনী সংস্থা ইতিমধ্যেই মেসির সেই বক্তব্য সম্বলিত টি-শার্ট বিক্রি করছে ৩৮০০ মার্কিন ডলারে। কফি মাগের দাম রাখা হচ্ছে ১৫০০-৩০০০ মার্কিন ডলারের মধ্যে।
আরও পড়ুন: সেমিতে নামার আগেই চরম দুঃসংবাদ আর্জেন্টিনার! মেসিদের ভয়ঙ্কর শাস্তি দিতে মাঠে নামছে ফিফা
তবে মেসির এই কাণ্ড কারখানায় বেজায় ক্ষিপ্ত ডাচ স্ট্রাইকার ওয়েগহর্স্ট। তিনি বলে দিয়েছেন, "ম্যাচের পরে ওঁর সঙ্গে করমর্দন করতে গিয়েছিলাম। ফুটবলার হিসাবে ওঁর জন্য অফুরন্ত শ্রদ্ধা রয়েছে আমার। তবে ও কথা বলতে চায়নি। আমার স্প্যানিশ খুব একটা ভাল নয়। তবে ও আমাকে সর্বসমক্ষে চরম অসম্মান করল। এটাই আমাকে আরও হতাশ করে তুলেছে।"
মেসির সঙ্গে মোলাকাতের সময়ে এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ, কুন আগুয়েরোরা মিক্সড জোনে ঘিরে ধরেন ওয়েগহর্স্টকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েগহর্স্ট ইংরেজিতে বলছেন, ও স্রেফ মেসির সঙ্গে সাক্ষাৎ সারতে চায়।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে গনগনে কোয়ার্টার ফাইনাল ম্যাচের পরে ফিফার তরফে এমনিতেই দুই দলের আচরণ খতিয়ে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা করা হতে পারে দুই দলকে।