Advertisment

রোনাল্ডোকে বাদ দেওয়া ঠিক সিদ্ধান্ত! বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েই বিষ্ফোরণ পর্তুগাল কোচ স্যান্তোসের

রোনাল্ডোকে বাদ দেওয়ায় আপাতত আন্তর্জাতিক খলনায়ক পর্তুগিজ বস ফার্নান্দো স্যান্টোস

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপে মরক্কোর স্বপ্নের দৌড়ে থেমে গেল রোনাল্ডোর বিশ্বকাপ যাত্রা। সর্বকালের অন্যতম সর্বসেরা হয়েও পাওয়া হল না বিশ্বকাপ। মরক্কো ১-০ গোলে পর্তুগিজদের হারিয়ে দেওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েন সুপারস্টার। শেষ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন। চির শত্রু মেসির মত তাঁর-ও অধরা রয়ে গিয়েছে ফুটবলের সর্বোত্তম ট্রফি। রোনাল্ডোর নিভে যাওয়ার মঞ্চে মরোক্কার হয়ে রোনাল্ডো-সুলভ উঁচুতে উঠেই হেডে গোল করে গেলেন ইউসেফ আল নাসিরি।

Advertisment

আর রোনাল্ডো ম্যাচের প্রথমার্ধ কাটিয়ে গেলেন বেঞ্চে। এক গোল হজম করার পরে বিরতির পর কোচ ফার্নান্দো স্যান্তোস নামান দলের একনম্বর অস্ত্রকে। তবে তাতেও সুবিধা হয়নি।

আরও পড়ুন: রোনাল্ডোর স্বপ্ন দুমড়ে মুচড়ে দিল নির্মম মরক্কো! বিশ্বকাপ ‘লাল কার্ড’ দেখালো পর্তুগালকেও

সুইজারল্যান্ড ম্যাচে রোনাল্ডোর বদলে নেমে রাতারাতি হ্যাটট্রিক করে লাইমলাইট ছিনিয়ে দিয়েছিলেন গঞ্জালো রামোস। মরোক্কা ম্যাচেই রোনাল্ডো বাইরে। প্ৰথম একাদশে রামোস। তবে সুইস ম্যাচের পুনরাবৃত্তি আর হয়নি। রামোস নিষ্প্রভ থাকার পরে তাঁকে তুলে নিতে বাধ্য হন কোচ।

পর্তুগাল হারতেই সমর্থকদের উগ্র নিশানায় চলে আসেন স্যান্টোস। যদিও পর্তুগিজ কোচ জানিয়ে দিয়েছেন, রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রাখার জন্য তাঁর কোনও আক্ষেপ নেই। "কোনও অনুশোচনা নেই। সুইজারল্যান্ডের বিরুদ্ধে যেভাবে খেলেছিলাম, সেই একাদশই নামানো হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গ্রেট ফুটবলার। দলের যখন প্রয়োজন, তখনই নামানো হয়েছে। তাই কোনও অনুতাপ নেই।"

আরও পড়ুন: লাথালাথি থেকে হাতাহাতি! ভয়ঙ্কর কাণ্ডে উত্তাল আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ! দেখুন চরম ভিডিও

গোটা বিশ্বকাপ জুড়েই পারফরম্যান্স নয়, রোনাল্ডো খবরের শিরোনাম হয়েছেন মাঠের বাইরের ঘটনার জন্য। বিশ্বকাপে রোনাল্ডোর পদার্পন ঘটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিতর্কিত অধ্যায়ের আবহে। পিয়ার্স মর্গ্যানের সাক্ষাৎকারে তুলোধোনা করেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এবং কর্মকর্তাদের। তড়িঘড়ি মহাতারকার সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেকও সেরে ফেলে রেড ডেভিলসরা।

বিশ্বকাপের মধ্যেই তাঁর ক্লাব ফুটবল ভবিষ্যৎ জল্পনা তুঙ্গে ওঠে। ভেসে আসে সৌদি আরবের আল নাসের ক্লাবের নাম। সেই সঙ্গে পর্তুগালের কোচ স্যান্তোসের সঙ্গেও মহাতারকার ঝামেলার খবর বেরিয়ে যায়। গ্রুপ পর্বের একটি ম্যাচে রোনাল্ডোকে তুলে নেওয়ার পর থেকেই যে ঝামেলার সূত্রপাত। তারপরে রোনাল্ডোর প্ৰথম একাদশ থেকে বাদ পড়া, দল ছেড়ে দেশে ফিরে যাওয়ার হুমকি বিতর্কে উত্তাল হয়েছে ফুটবল জগত।

শনিবারের রাত যেন এক লহমায় সমস্ত বিতর্ককে দূরে ঠেলে রোনাল্ডোকেই বের করে দিল!

FIFA World Cup. Football Portugal Cristiano Ronaldo FIFA World Cup Qatar World Cup 2022 Cristinao Ronaldo
Advertisment