শনিবারের কালরাতে খসে পড়েছে ফুটবল গ্রহের বৃহত্তম নক্ষত্র। আচমকা তারকার পূর্ণগ্রাসে স্তব্ধ হয়ে গিয়েছে বিশ্ব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আর দেখা যাবে না বিশ্বকাপের মহাকাশে। এমনটাই ভাবতেই পারছেন না সমর্থকরা। বিদায় ক্ষণে দীর্ঘশ্বাস তুলেছেন পর্তুগিজ মাস্টার।
এবারই ছিল ফুটবল বিশ্বকাপ জেতার শেষ মহেন্দ্রক্ষণ। ৩৭ বছরে ফিটনেসের তুঙ্গে থেকেই কাতারে পা রেখেছিলেন। তবে স্বপ্নপূরণ অধরা থেকে গেল শেষ স্টেশনের দু-ধাপ আগে। মরক্কোর কাছে হেরে শনিবার রাত বিসর্জনের ঢাক বাজিয়ে দিয়েছে।
আরও পড়ুন: রোনাল্ডোর বিশ্বকাপ বিসর্জনে ‘চোখে জল’ ফিফার-ও! আবেগী বার্তায় গুড-বাই মহানায়ককে, দেখুন ভিডিও
গ্রুপ পর্বের তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন। তারপরে নকআউট পর্বে পর্তুগিজ দলের প্ৰথম একাদশে জায়গা হারিয়েছিলেন। গঞ্জালো রামোস নামক এক উদীয়মান নক্ষত্রের সন্ধান দিয়েছিল সুইজারল্যান্ড ম্যাচ। চলতি বিশ্বকাপের প্ৰথম ম্যাচে যিনি রোনাল্ডোর জায়গায় নেমে হ্যাটট্রিক করে ভরসা দিয়ে যাবেন।
সেই ভরসার আশ্রয় যে কেবল এক ম্যাচের জন্য কে ভাবতে পেরেছিল। তাই মরক্কো ম্যাচেও প্ৰথম এগারোয় নেই সিআরসেভেন। তবে মরক্কো কঠিন গাঁট। বিরতির আগেই গোল। এবং এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় ফার্নান্দো স্যান্টোস নামলেন দলের সর্বকালের সেরা তারকাকে। তবে তিনি পড়ন্ত বেলার সূর্য। সেই তেজ কোথায়। ড্রিবল করতে করতে যে তিনি নাস্তানাবুদ করবেন প্রতিপক্ষ রক্ষণকে, বুলডোজার নিয়ে হামলা চালাবেন গোলার মত শট মিশিয়ে, কোথায়!
আরও পড়ুন: মারাত্মক ভুল করলেন! রোনাল্ডোর বিশ্বকাপ বিদায়ে কোচ স্যান্টোসকে চরম হুঁশিয়ারি বান্ধবী জর্জিনার
সময় পেরিয়ে গেল ইয়াসিন বোনুকে টপকে গোল আর করা হয়ে উঠল না। নব্বই মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ের শেষ লগ্ন পেরিয়ে যখন রেফারির খেলা শেষের বাঁশি বাজল, তখন রোনাল্ডো মাঠেই বসে পড়লেন। চাইলেন আবেগকে নিয়ন্ত্রণ করতে। পারলেন না। হাত দিয়ে মুখ ঢাকলেন। হতাশ মহাতারকা বুঝে গেলেন বিশ্বকাপ আর কোনওদিন জেতা হবে না। ট্রফি ক্যাবিনেটে একের পর এক সুদৃশ্য ট্রফি থাকলেও রইবে না সোনালী সেরা খেতাবের স্মারক। রিকার্ডোকে একটা চতুর পাস বাড়ানো ছাড়া দ্বিতীয়ার্ধে আর রোনাল্ডোকে পাওয়াই গেল না।
তাই শেষ বাঁশি বাজার সঙ্গেই রোনাল্ডোর বিশ্বকাপ কেরিয়ার শেষ! স্টেডিয়াম থেকে লকার রুম। তারপরে সোজা টিম বাসে করে হোটেলে। ভবিষ্যৎ নিয়ে লাখো লাখো প্রশ্নে আপাতত স্পিকটি নট।
আরও পড়ুন: রোনাল্ডোকে বাদ দেওয়া ঠিক সিদ্ধান্ত! বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েই বিষ্ফোরণ পর্তুগাল কোচ স্যান্তোসের
আর রোনাল্ডোর এই বিষন্ন বিদায়ে চোখে জল আনা পোস্ট করলেন এটিকে মোহনবাগান তারকা প্রীতম কোটালও। যিনি মহানায়কের বিদায়ের বিষাদ মাখিয়ে ফেসবুকে লিখে দিলেন, "আমরা যেই স্কুলে খেলি, তুমি সেই স্কুল প্রতিষ্ঠা করেছ। স্কুলের নাম ফুটবল। আমি রাইট ব্যাক থেকে লম্বা ক্রস রাখবো, আর তুমি বুকে রিসিভ করবে। তোমার বুকে বল আর আমার বুকে এই অলীক স্বপ্ন। এগুলো নিয়েই কাটিয়ে দেব আমার ফুটবল জীবন। রোনাল্ডো তুমি মোমবাতির মত, একটু একটু করে জ্বলতে জ্বলতে ফুরিয়ে এলে তুমি, আর সেই আলোতে আলোকিত হলাম আমরা। আমরা আমাদের পরের প্রজন্মকে ক্ষয়ে যাওয়া মোমবাতি যত্ন করে তাকে তুলে রাখতে শেখাবো, ছুঁড়ে ফেলে দিতে নয়।"
আরও পড়ুন: রোনাল্ডোর স্বপ্ন দুমড়ে মুচড়ে দিল নির্মম মরক্কো! বিশ্বকাপ ‘লাল কার্ড’ দেখালো পর্তুগালকেও
আইএসএল চলছে। জামশেদপুরকে শেষ ম্যাচেই হারিয়ে তিন পয়েন্টের উৎসব করেছেন বাগান তারকারা। তবে এই আনন্দের মধ্যেই বিষাদ এনে হাজির করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ডস স্যান্টোস।