Advertisment

মেসি নয়, রোনাল্ডোই সর্বকালের সেরা! বুকে জল এনে এবার কাদিয়ে ছাড়লেন কোহলিও

বিরাট কোহলি মাটির মানুষ। সেই বিরাটকেই সকলের সামনে তুলে ধরলেন বিবেক রাজদান।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

প্রিয় রোনাল্ডো বিদায় নিয়েছেন বিশ্বকাপ থেকে। গোটা বিশ্ব রোনাল্ডোর জন্য হৃদয় উজাড় করা বার্তা দিচ্ছে। বাংলাদেশ সফর চলাকালীন বিরাট কোহলিই এবার মহানায়কের জন্য বুক নেংড়ানো বার্তা দিলেন।

Advertisment

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিরাট কোহলি লিখে দিলেন, "ফুটবল এবং সমর্থকদের জন্য তুমি যা করেছ, তাতে কোনও ট্রফি অথবা খেতাব সেই কীর্তি বিন্দুমাত্র খর্ব করতে পারবে না। গোটা বিশ্বজুড়ে তুমি মানুষদের ওপর যে প্রভাব ফেলেছ, কোনও খেতাব তা কোনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারবে না। আমি এবং বিশ্বের সকলে এরকমই অনুভব করি, যখন তোমাকে খেলতে দেখি।"

"এটা ঈশ্বরের একটা উপহার। যিনি প্রতিবার মাঠে নেমে নিজেকে উজাড় করে দেন, তিনি আশীর্বাদের মত। তুমি কঠোর পরিশ্রম, আত্মত্যাগের চূড়ান্ত নিদর্শন। যে কোনও ক্রীড়াবিদের কাছে তুমি অনুপ্রেরণা। তুমি আমার কাছে সর্বকালের সেরা।"

আরও পড়ুন: প্রীতমের ক্রস বুকে রাখবেন রোনাল্ডো! নক্ষত্র খসার রাতে হৃদয় ভিজিয়ে দিলেন বাগানের সুপারস্টার

মরক্কোর কাছে হারের পরে রোনাল্ডো ইঙ্গিতবাহী এক সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, তাঁর বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে কিছু বলেননি তিনি। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হারের পর রোনাল্ডো কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন। যা দেখে শোকের সাগরে ভেসে গিয়েছিলেন ফুটবল সমর্থকরা।

পর্তুগালের বিদায়ের পর প্ৰথমবার মুখ খুলে রোনাল্ডো বলেছেন, এখন পুরো পরিস্থিতি পর্যালোচনা করার সময়। টানা ১৯ বছর পর্তুগালের হয়ে খেলার পরে তিনি এখনই বুটজোড়া তুলে রাখবেন কিনা, তা নিয়ে সরাসরি কোনও বার্তা দেননি।

"এখন তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেওয়ার সময় নয়। সকলকে স্রেফ জানাতে চাই, অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে। অনেক বিষয়ে জল্পনা করা হচ্ছে। তবে পর্তুগালের জন্য আমার আত্মত্যাগ কখনও একবিন্দু কম হবে না। আমি স্রেফ একজন পর্তুগিজ হয়ে মাঠে নেমেছি। সকলের লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে। দেশের অথবা সতীর্থদের তরফ থেকে কখনও মুখ ফিরিয়ে নেব না।"

Anushka Sharma Virat Kohli Cricket News
Advertisment