FIFA World Cup 2022 Opening Ceremony Date and Time:
বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে রবিবার। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডর। সেই ওপেনিং ম্যাচের আগেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখবে বিশ্ব।
প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল সোমবার কাতারের ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার। তবে সেক্ষেত্রে জোড়া ম্যাচ হয়ে যাওয়ার পরে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা করতে হত। তারপরেই বিশ্বকাপ সুচিতে অদলবদল ঘটিয়ে টুর্নামেন্টের শুরুর দিনে কাতারের ম্যাচ প্ৰথমে রাখা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে রাজধানী দোহা থেকে ৪০ কিমি উত্তরে আল বায়েত স্টেডিয়ামে। যে স্টেডিয়ামের দর্শকসংখ্যা ৬০ হাজার। এই স্টেডিয়ামের নামকরণ এবং ডিজাইন করা হয়েছে মধ্যপ্রাচ্যের যাযাবরদের তাঁবুর কথা মাথায় রেখে।
আরও পড়ুন: শেষ মুহূর্তে আয়োজক কাতারের U-টার্ন! বিশ্বকাপে কোটি কোটি ডলার ক্ষতির আশঙ্কায় ঘুম উড়ল FIFA-র
রাজধানী দোহা থেকে এল বায়েত সবথেকে বেশি দূরত্বের ভেন্যু। তবে বিশ্বের অন্যতম বড় এই স্টেডিয়ামে ছাদের বন্দোবস্ত রয়েছে।
FIFA World Cup 2022-এর উদ্বোধনী অনুষ্ঠান কবে?
রবিবার, ২০ নভেম্বর ফিফা ওয়ার্ল্ড কাপের ওপেনিং অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন, তার পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করেনি ফিফা। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত বয় ব্যান্ড বিটিএস-এর তরফে জানানো হয়েছে, তাঁদের অন্যতম সদস্য জুংকুক পারফর্ম করবেন। 'ড্রিমার্স' গানে হিল্লোল তুলবেন।
FIFA World Cup 2022-এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে?
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে আল বায়েত স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই টুর্নামেন্টের প্ৰথম ম্যাচ খেলবে কাতার এবং ইকুয়েডর।
আরও পড়ুন: ইতিহাসের সবথেকে দামি বিশ্বকাপ এবারই! কাতারে ম্যাচ-টিকিটের দাম শুনলে ঘামতে হবে শীতেও
FIFA World Cup 2022-এর উদ্বোধনী অনুষ্ঠান কখন হবে?
ফিফা বিশ্বকাপের ওপেনিং সেরেমনি হবে রবিবার ভারতীয় সময় অনুযায়ী সাড়ে সাতটার সময়।
FIFA World Cup 2022-এর উদ্বোধনী অনুষ্ঠান কোন চ্যানেলে দেখা যাবে?
ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে স্পোর্টস-১৮ এবং স্পোর্টস-১৮ HD'তে। এই চ্যানেলই টুর্নামেন্টের সরকারি ব্রডকাস্টার।
FIFA World Cup 2022-এর উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?
জিও সিনেমা এপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ফিফা ওয়ার্ল্ড কাপের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। বিশ্বকাপের সমস্ত আপডেট পেতে নজর রাখুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায়।