Advertisment

একইসঙ্গে তিন মহাদেশে হবে ফুটবল বিশ্বকাপ! সৌদির বিরাট প্রস্তাবে ঝড় উঠল ফিফায়

সৌদিতে হতে পারে ফিফা বিশ্বকাপ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

পড়শি দেশ কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজন করে ফেলেছে। এবার ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে তেড়েফুঁড়ে মাঠে নামল সৌদি আরব। ২০৩০ বিশ্বকাপ সৌদি যুগ্মভাবে আয়োজন করতে চাইছে গ্রিস, মিশরের সঙ্গে জুটি বেঁধে। যদি সেই প্রচেষ্টা সফল হয়, তাহলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনও সংস্করণ আয়োজিত হবে একইসঙ্গে তিনটে মহাদেশে।

Advertisment

সৌদির তরফে জানানো হয়েছে মিশর এবং গ্রিসের ফুটবল পরিকাঠামো খরচ বহন করতেও রাজি তারা, তবে একটাই শর্তে, টুর্নামেন্টের ৭৫ শতাংশ আয়োজন করতে হবে সৌদি আরবেই। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে রাজি মধ্যপ্রাচ্যের এই দেশ।

আরও পড়ুন: মেসি-রোনাল্ডোদের সেই মাঠেই এবার ভারত সেরার লড়াই! অন্য উচ্চতায় পৌঁছে গেল ইন্ডিয়ার ফুটবল

পলিটিকো-এ প্রতিবেদন অনুযায়ী, সৌদির বর্তমান শাসক মহম্মদ বিন সালমান এই প্রস্তাব করেছেন। গত বছর গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসকে একান্ত আলাপচারিতায় যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন সৌদির এই শাসক। জানা যাচ্ছে ফিফা ভোটিংয়েও এই প্রস্তাব পাস হয়ে যেতে পারে। তিন মহাদেশের ফুটবল কনফেডারেশনই প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারে। ফিফা কংগ্রেসের সদস্য ২০০-র বেশি দেশ। যারা ভোটাধিকার প্রয়োগ করে আয়োজক দেশ বেছে নিতে পারেন।

বলা হচ্ছে, তিন দেশই একত্রে বিশ্বকাপ আয়োজনের জন্য বিড জমা দিতে পারে। যদিও সৌদির সালমানের প্রস্তাবে গ্রিস সবুজ সংকেত দিয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সৌদি-গ্রিস-ইজিপ্টের বিপরীতে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য বিড জমা দিতে চলেছে স্পেন, পর্তুগাল এবং ইউক্রেনও। দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলিও একত্রে বিশ্বকাপ আয়োজন করতে চাইছে।

সৌদি আপাতত ফুটবল বিশ্বে ঝড়ের গতিতে উঠে আসছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কিনেই আগেই নজর করেছিল সৌদি প্রো লিগের ক্লাব আল নাসের। সৌদির সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড সম্প্রতি ইপিএলের বিখ্যাত নিউক্যাসেল ইউনাইটেডও কিনে নিয়েছে।

Read the full article in ENGLISH

Saudi Arab FIFA World Cup. Football FIFA FIFA World Cup Egypt saudi arabia Greece
Advertisment