/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/emi-martinez.jpeg)
রবিবার টটেনহ্যামের বিরূদ্ধে খেলতে নেমেছিল আস্টন ভিলা। সেই ম্যাচে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনীয় গোলকিপার এমি মার্টিনেজকে বাইরে রেখেই দল গড়লেন ভিলা ম্যানেজার উনাই এমেরি। বক্সিং ডে-তে লিভারপুলের বিরুদ্ধে নড়বড়ে গোলকিপিং করেছিলেন ভিলার দ্বিতীয় গোলকিপার রবিন ওলসেন।
তা স্বত্ত্বেও নরওয়েজিয়ান গোলকিপারের ওপরেই ভরসা রাখলেন ভিলা ম্যানেজার উনাই এমেরি। মার্টিনেজের সঙ্গে কোচ উনাই এমেরির সম্পর্ক আগের মত নেই। ইউরোপীয় ফুটবলে ট্রান্সফার সংক্রান্ত খবরাখবর দেয় Fichajes.net। সেই ওয়েবসাইটের প্রতিবেদনেই বলা হয়েছিল আর্জেন্টিনীয় গোলকিপারকে বিক্রি করে দিতে 'মরিয়া' ভিলার ম্যানেজার উনাই এমেরি। সেই ওয়েবসাইটের বক্তব্য অনুযায়ী জানুয়ারির দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতেই মার্টিনেজকে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন: বিশ্বকাপে এমবাপের হাত ধরে মাঠে প্রবেশ এই ভারতীয়র! কে এই বালক, চমকে দেবে পরিচয়
বলা হয়েছে উনেই এমেরি দলের তারকা গোলকিপার এমি মার্তিনেজের টেম্পারমেন্টে মোটেই খুশি নন। সেই কারণেই এমি মার্টিনেজকে সরিয়ে দিতে চাইছেন তিনি। সেভিয়ার বর্তমান গোলকিপার মরোক্কার ইয়াসিন বোনুকে মার্টিনেজের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।
This is your Aston Villa team to face Tottenham Hotspur. 👊#TOTAVLpic.twitter.com/Ia9IbaMeXP
— Aston Villa (@AVFCOfficial) January 1, 2023
Fichajes-এর প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে এমি মার্টিনেজের সেলিব্রেশন আরও রাগিয়ে দিয়েছে ভিলা-বসকে। শীঘ্রই নাকি মার্টিনেজের সঙ্গে বসবেন এমেরি। সেখানে আর্জেন্টিনীয় গোলকিপারকে নিজের আবেগ সংযত করতে বলা হতে পারে।
"দুজনের মধ্যে সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েছে। ভিলারিয়েলের প্রাক্তন কোচ যেনতেন প্রকারে মার্টিনেজকে ক্লাব ছাড়তে বাধ্য করবেন।" বলে হয়েছে সেই রিপোর্টে।
আরও পড়ুন: হালান্ড এখনও আমার লেভেলে আসেনি! এমবাপের তীব্র অপমানের জবাবে এবার পাল্টা Man City তারকার
দুর্ধর্ষ গোলকিপিং করে আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করেছেন মার্টিনেজ। গোটা বিশ্ব টুপি খোলা কুর্নিশ জানিয়েছে তাঁর গোলকিপিংকে। তবে তাঁর আচরণ সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে। গোল্ডেন গ্লাভস জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে কুৎসিত অঙ্গভঙ্গি হোক বা কিলিয়ান এমবাপের নামে কুৎসিত ছড়া, সেলিব্রেশন প্যারেডে এমবাপের পুতুল নিয়ে উদযাপন বিশ্ব ফুটবলের শিরোনামে উঠে এসেছে।