Advertisment

মেসির হাতে কাপ উঠলেও সেলিব্রেট করবে না আর্জেন্টিনায় লিওনেলের গ্রাম! কারণ জানলে দুঃখ হবে খুব

আর্জেন্টিনার এই গ্রামে বিশ্বকাপ জয়ের কোনও সেলিব্রেশনই হবে না

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কোপায় ব্যর্থতার পর অবসর নিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি। সেই সময় মেসিকে বুঝিয়ে সুঝিয়ে ফের জাতীয় দলের হয়ে খেলাতে রাজি করেছিলেন যিনি তিনি বর্তমানে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ভাগ্যিস তিনি রাজি করতে পেরেছিলেন মহাতারকাকে, নাহয় কি আজ ৩০ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারত আর্জেন্টিনা! গত বছর কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্তিনীয় ভক্তদের প্রিয় স্লোগান হয়ে দাঁড়িয়েছে প্রিয় কোচের নামে 'লা স্কালোনিতা'।

Advertisment

তবে ঘটনা হল রবিবার ফ্রান্সকে হারিয়ে ঐতিহাসিক বিশ্বকাপ জিতলেও স্কালোনির নিজের গ্রাম সান্তা ফে প্রভিন্সের পুহিতো গ্রাম সেলিব্রেশন থেকে নিজেদের দূরে রাখবে। এই গ্রামের বর্তমান বাসিন্দা মেরেকেটে ৩৭০০ জন। গোটা গ্রাম আপাতত শোকের পাহাড়ে আচ্ছন্ন। কারণ এই গ্রামের বাসিন্দা ২৭ বছরের অগাস্টিন ফ্রাতিনি কিছুদিন আগেই ট্র্যাজিক এক পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে নেইমারের মুখে ভারতের নাম, আদায় করলেন গোটা দেশের ভালবাসা

গোটা এলাকার মিউনিসিপ্যালিটির যিনি প্রেসিডেন্ট দানিয়েল কোয়াকোয়ারিনি রেডিও ভিলা ত্রিনিদাদে বলে দিয়েছেন, "বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আমরা সেলিব্রেট করা থেকে বিরত থাকব। সবকিছুই পরে হবে। ভবিষ্যতে এই জয় উদযাপন করার অনেক সময় রয়েছে। লিওনেলের (স্কালোনির) কীর্তিকে সম্মান জানানো হবে পরে। আমরা ওঁর কাছে ঋণী। তবে আমরা যদি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হই, তাহলে ব্যক্তিগত স্তরে সবকিছু করা হবে, সম্মান জানিয়ে।"

নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর স্কালোনি নিজেই ফ্রাতিনির মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছিলেন। "সবার প্রথমে পুহিতো গ্রামের সকলকে আলিঙ্গন জানাচ্ছি। যে গ্রাম এই মুহূর্তে শোকের সময় কাটাচ্ছে, এক যুবকের মৃত্যুতে। ফ্রাঞ্চেসেট্টি এবং ফ্রাতিনি পরিবারের সকলের জন্য ভালবাসা।"

আরও পড়ুন: রোনাল্ডোকে বিশ্বকাপে বাদ দেওয়ার দুঃসাহস দেখান! পর্তুগালে ফিরতেই স্যান্টোসের ‘শাস্তি’ মিলল হাতেনাতে

মৃত ব্যক্তি ফ্রাতিনি একজন ইলেক্ট্রোমেক্যানিক টেকনিশিয়ান ছিলেন। গ্রামে মা নাতালির সঙ্গে থাকতেন। অমায়িক ব্যবহারের জন্য গ্রামে বেশ জনপ্রিয় ছিলেন ফ্রাতিনি। মায়ের একমাত্র পুত্র সন্তান ফ্রাতিনি মাছ ধরতে এবং রেসিংয়ের ফ্যান ছিলেন। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলের বায়োতে লেখা রয়েছে, "তুমি সেই ইঞ্জেকশন যা জন্মের সময় দেওয়া হয়েছিল।"

আর্জেন্টিনীয় প্রচারমাধ্যম ক্লারিন-এ লেখা হয়েছে, ফ্রাতিনির মা নাতালিয়া একজন শিক্ষিকা যিনি বহু বছর ধরে বাসে করে দূরদূরান্তে গিয়ে শিক্ষকতা করতেন। নিজের পরিবার, সন্তানের জন্য অনেক কষ্ট করেছেন নাতালি। ফ্রাতিনিকে তাঁর ঠাকুমা তাঁর ফেভারিট ডিশ 'মিলানিজ উইথ ফ্রাইজ' রান্না করে দিতেন। এছাড়াও পেঁয়াজের সস দিয়ে গ্রিলড চিকেন খেতে পছন্দ করতেন ফ্রাতিনি।

আরও পড়ুন: মেসির আর্জেন্টিনা দলে কেন একজনও নেই কালো ফুটবলার! ভয়ঙ্কর সত্যিটা জানলে শিউরে উঠবেন

গত শুক্রবার অগাস্টিন ফ্রাতিনি পুহিতো গ্রাম থেকে ১৩ কিমি দূরে কাসিলদা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই দুর্ঘটনায় তাঁর গাড়ি সরাসরি আঘাত করে রাস্তার পাশের একটি গাছে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

Lionel Messi FIFA World Cup Argentina leo messi FIFA World Cup. Football Qatar World Cup 2022
Advertisment