Advertisment

পাঁচতারা হোটেলে না, গরুর মাংসের জন্য আর্জেন্টিনার ঠাঁই হোস্টেলে! বিশ্বকাপে মেসিদের অদ্ভুত ঘটনার কারণ কী

পাঁচ তারা হোটেলকে বাইবাই জানিয়ে দিলেন মেসিরা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কাতারের পাঁচতারা হোটেলে থাকছেন না মেসিরা। বদলে স্টুডেন্ট হল ভাড়া করে থাকছেন মেসিরা। ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হচ্ছে, যাতে আর্জেন্টিনা ফুটবলাররা বিফ বার্বিকিউ খেতে পারেন, সেই জন্যই এই বন্দোবস্ত।

Advertisment

আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে গত মঙ্গলবার কাতারে পৌঁছেছে আর্জেন্টিনা। তারপরেই কাতার ইউনিভার্সিটি ক্যাম্পাসে পা দলবল নিয়ে পা রেখেছেন মেসিরা। সেখানে পাঁচতারা হোটেলের চাকচিক্য না থাকলেও আর্জেন্টিনা দলের অভিযোগ জানানোর কোনও উপায়ই নেই। কারণ প্রথাগতভাবে আর্জেন্টিনা আসাদস (বিফ বার্বিকিউ) বানিয়ে, খেয়ে উদরপূর্তি করতে পারবে।

আরও পড়ুন: বিশ্বকাপে টাকায় ভাড়া খাটছে ‘নকল’ ভারতীয় সমর্থকরা! তোলপাড় করা অভিযোগে তুলকালাম কাতার

সেই প্রতিবেদনে জানানো হয়েছে, আর্জেন্টিনা থেকেই প্যাকেটজাত গরুর মাংস নিয়ে আসা হয়েছে ফুটবল দলের জন্য। সেই সঙ্গে আর্জেন্টিনার নিজস্ব শ্যেফ-ও থাকছেন। যিনি আর্জেন্টিনার এই ট্র্যাডিশনাল বিফ বার্বিকিউ (আসাদোস) বানাতে পারদর্শী।

আর্জেন্টিনা ফুটবল সংস্থার সূত্রে ডেইলি মেইল-কে বলা হয়েছে, "আর্জেন্টিনা এবং দেশের ফুটবলের জন্য এই আসাদোস ভীষণই গুরুত্বপূর্ণ এই খাবার। এটা আমাদের সংস্কৃতির অংশ। কাতারেও যাতে ফুটবলাররা বাড়ির মত স্বাচ্ছন্দ্যবোধ করে সেই জন্যই এই ব্যবস্থা। মাঠে খেলার সঙ্গে বাড়ির মত খাবার পেলে ফুটবলাররা আরও বেশি খোলামনে থাকতে পারবে।"

আরও পড়ুন: এক টাকাও লাগবে না, ভারতে বসেই ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ দেখুন ফ্রিতে! জানুন গোপন কৌশল

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল। ইউএই-কে ৫-০ বিধ্বস্ত করার ম্যাচে মেসি ৯০ মিনিটই মাঠে ছিলেন। সবমিলিয়ে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে প্ৰথম ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। নভেম্বরের ২২ তারিখ লা আলবিসেলেস্তে মাঠে নামছে সৌদি আরবের বিপক্ষে। নভেম্বর ২৭ এবং ১ ডিসেম্বর গ্রুপের বাকি দুই ম্যাচে আর্জেন্টিনা খেলবে যথাক্রমে মেক্সিকো এবং পোল্যান্ডের বিপক্ষে।

FIFA World Cup. Football FIFA World Cup Lionel Messi leo messi Argentina
Advertisment