/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/Lio-messi.jpeg)
বিশ্বকাপ শুরুর আগেই সমর্থকদের বেদনায় ডুবিয়ে দিয়ে লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন কাতার বিশ্বকাপ তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। এক বছর আগেই কোপা জয়ের স্বপ্ন পূরণ হয়েছে মেসির। যা মেসির আন্তর্জাতিক ট্রফি ক্যাবিনেটের সেরা পুরস্কার অদ্যাবধি। তবে বিশ্বকাপ জয়ের আক্ষেপ পূরণ করার জন্য এবারই মেসির কাছে শেষ সুযোগ হতে চলেছে। কাতার মেসির ক্যাবিনেটে বিশ্বকাপ ট্রফি এনে দিলে মেসি বনাম রোনাল্ডো তর্কেরও অবসান ঘটবে। সেই সঙ্গে মারাডোনার সঙ্গে একই পংক্তিতে বসে পড়বেন সাতবারের ব্যালন ডি'ওর জয়ী।
শক্তি: বেশ কিছু নতুন মুখ থাকলেও আর্জেন্টিনাট অন্যতম ভর শক্তি দলের মধ্যে বোঝাপড়া। ডিফেন্সের নেতা বেনফিকার তারকা নিকোলাস ওটামেন্ডি, মাঝমাঠের ইঞ্জিন এঞ্জেল ডি মারিয়া। রিয়েল মাদ্রিদ, ম্যান ইউ, পিএসজির পর্ব সমাপ্ত করে যিনি আপাতত জুভেতে নাম লিখিয়েছেন।
আরও পড়ুন: এক টাকাও লাগবে না, ভারতে বসেই ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ দেখুন ফ্রিতে! জানুন গোপন কৌশল
কোচ লিওনেল স্কালোনি বেশ কিছু নতুন মুখকে জায়গা দিয়েছেন। যাঁদের মধ্যে অন্যতম গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরো, মিডফিল্ডার লিয়েন্দ্র পারেদেস এবং রদ্রিগো দি পল। খেতাব জয়ের জন্য তাই এবার আর্জেন্টিনা অন্যতম ফেভারিট।
দুর্বলতা: বেশ কিছু তারকা এই মুহূর্তে সেভাবে ফর্মে নেই যা ভোগাতে পারে নীল-সাদা জার্সিধারীদের। রোমেরো এবং ডি মারিয়া চোটপ্রবণ। পিএসজির হয়ে এবার মেসি সব ম্যাচে খেলেননি। আতলেতিকো মাদ্রিদের হয়ে সেভাবে জ্বলে উঠতে পারেননি ডি পল-ও। মেসি এবং লাউতারো মার্টিনেজ ব্যর্থ হলে গোলের জন্য লা আলবিসিইস্তেদের ভরসা করতে হবে দি মারিয়া, নিকোলাস গঞ্জালেজ এবং পাওলো দাইবালার ওপর। যে মোটেই চাইবেন না কোচ স্কালোনি।
আরও পড়ুন: ২০ বছর পর ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে এই দল! নিখুঁত ভবিষ্যৎবাণী করল সুপার-কম্প
FIFA World Cup 2022: Argentina’s full schedule and live India match start times
সূচি:
নভেম্বর ২২, মঙ্গলবার: আর্জেন্টিনা বনাম সৌদি আরব (দুপুর ৩.৩০)
নভেম্বর ২৭, রবিবার: আর্জেন্টিনা বনাম মেক্সিকো (ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.৩০)
ডিসেম্বর ১, বৃহস্পতিবার: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড (ভারতীয় সময় অনুযায়ী রাত ১২.৩০)
Where to watch Argentina’s FIFA World Cup 2022 matches live in India
ভারতে আর্জেন্টিনার সমস্ত ম্যাচ উপভোগ করা যাবে স্পোর্টস-১৮ এবং স্পোর্টস-১৮ HD টিভিতে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা এপ এবং ওয়েবসাইটে।
আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচেই কঠিন লড়াই! বিশ্বকাপে নেইমারের ব্রাজিলের কোন ম্যাচ, কবে কোথায়, কখন দেখবেন
আর্জেন্টিনা বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্র্যাঙ্ক আর্মানি, জেরোনিমো রুল্লি
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্র মার্টিনেজ, মার্কোস একুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়েন্দ্র পারেদেস, আলেক্সিস ম্যাকএলিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্র গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকুইয়েল পালাসিওস
ফরোয়ার্ড: এঞ্জেল দি মারিয়া, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিম কোরিয়া, পাওলো দাইবালা, লিওনেল মেসি