Advertisment

ফাইনালে কি খেলবেন মেসি! আর্জেন্টিনার ঘুম ওড়ানো দুঃসংবাদে ছারখার ফুটবল বিশ্ব

মেসিকে নিয়ে আপাতত উত্তাল আর্জেন্টিনীয় শিবির

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

লুসেইল স্টেডিয়ামে ফাইনালের মহারণে আর মাত্র ৭২ ঘন্টা বাকি। এর মধ্যেই বড়সড় দুঃসংবাদ ধেয়ে এল আর্জেন্টিনীয় শিবিরে। মেসির চোটের আশঙ্কায় কেঁপে উঠল ফুটবল বিশ্ব। ফ্রান্সের আগে প্রথম দল হিসাবে ফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। ৩৫ বছরের মহানায়ক টুর্নামেন্ট জুড়ে টানা ফুটবল খেলে চলেছেন। এমন অবস্থায় ফাইনালে যাতে ফিটনেসের সমস্যা না হয় সেই জন্য বৃহস্পতিবার কোচ স্কালোনি ছুটি দিলেন গোটা দলকে। হল না অনুশীলন।

Advertisment

মঙ্গলবার ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালীন মেসিকে দেখা গিয়েছিল খোঁড়াতে। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে হালকা সমস্যা রয়েছে কিংবদন্তির। মেসিকে বারবার দেখা যাচ্ছিল গ্লুট মাসল, কুঁচকি এবং থাই মাসল ডলতে। এমন অবস্থাতে ম্যাচে প্রভাব ফেলতে খুব বেশি সমস্যা হয়নি মহাতারকার। তবে আর্জেন্টিনীয় শিবির শেষ মুহূর্তে কোনও ঝুঁকি নিতে রাজি নয়। তাই বৃহস্পতিবার মেসি সহ স্টার্টিং লাইন আপের সকলকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আরও পড়ুন: একের পর এক ফ্রান্স তারকা হয়ত নেই ফাইনালে, ব্যাপক সুসংবাদে খুশির ঢেউ মেসিদের

আর্জেন্টিনীয় শিবিরের পক্ষ থেকে তাই মেসির অনুশীলন না করা নিয়ে এখনই কোনও এলার্ম বেল বাজানো হচ্ছে না। আর্জেন্টিনীয় সংবাদমাধ্যম ফুট মারকাতে-তে বলা হয়েছে, মেসির হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তবে তিনি ম্যাচ ফিট।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আইকনিক পারফরম্যান্সের পর মেসি জানিয়ে দিয়েছেন, পুরো বিষয়টা তিনি উপভোগ করছেন। নিজের চোটের আশঙ্কার আবহে মেসির বক্তব্য, "আমার সেরকম কোনও সমস্যা নেই। সব ঠিকঠাক রয়েছে। প্রত্যেক ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছি। মাঠে আমাদের প্রচুর দৌঁড়তে হয়। সেই জন্যই আগাম প্ল্যানিং সারা হয়েছিল। এই ওয়ার্ল্ড কাপে দারুণ অভিজ্ঞতা হচ্ছে। দলের জয়ে অবদান রাখতে পেরে ভাল লাগছে।"

আরও পড়ুন: আর্জেন্টিনীয় মিডিয়াই আগুন লাগিয়েছে, মেসির বিস্ফোরণের পরে ফের ভয়ঙ্কর অভিযোগ ডাচ কোচের

কেরিয়ারের শেষ ওয়ার্ল্ড কাপ ম্যাচ, দ্বিতীয়তম বিশ্বকাপের ফাইনালে নামছেন এলএমটেন। তাঁকে ঘিরে উৎসাহ তুঙ্গে। ৩০ বছর আগে আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফি পেয়েছিল। তিন দশকের ট্রফি খরা কাটিয়ে ওঠার জন্য নীল-সাদা জার্সির বরাবরের মত ট্রাম্প কার্ড মেসি। গোটা কেরিয়ারে কখনও বিশ্বকাপের খেতাব হাতে তোলেননি। অজস্র ট্রফি ক্যাবিনেটে থাকলেও এই একটা ট্রফি কখনও হাতে পাননি। এবার সেই অপূর্ণ খেতাব অর্জন করতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।

Lionel Messi FIFA World Cup Argentina leo messi FIFA World Cup. Football Qatar World Cup 2022
Advertisment