Advertisment

আর্জেন্টিনার প্ৰথম ম্যাচে মাঠে নামবেন কি মেসি! ভয়ানক আপডেটে শিউরে উঠছে বিশ্বকাপ

মেসির বিশ্বকাপ খেলতে পারা নিয়ে বেনজির সংশয় চালু হয়ে গেল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

তাঁকে ঘিরেই বিশ্বকাপের যাবতীয় আলো। শেষবারের মত বিশ্বকাপে খেলতে দেখা যাবে তাঁকে। আগেই জানিয়েছিলেন। তারপর থেকেই লিওনেল আন্দ্রেস মেসিকে নিয়ে উন্মাদনা পাগলপারা হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপের প্ৰথম ম্যাচে তিনি নামছেন আর মাত্র ৪৮ ঘন্টা পরেই। তবে এর মধ্যেই ভয়ঙ্কর খবর ধেয়ে এল আর্জেন্টিনা শিবির থেকে। স্প্যানিশ প্রচারমাধ্যম মার্কা-র তরফে জানানো হয়েছে, মেসি দলের অনুশীলনে একা একা প্র্যাকটিস করছেন। এতেই মহাতারকার চোটের জল্পনা প্রবল হয়েছে।

Advertisment

মার্কা-র প্রতিবেদন অনুযায়ী, "শুক্রবার মেসি অনুশীলন করেননি। দলের সঙ্গে মাঠে নামেননি। তবে অনুশীলনের ঠিক ১০ মিনিট আগে মেসি মাঠে নামেন। তা-ও একা একা।" ভয়ঙ্কর এমন প্রতিবেদনের বার্তাতে মেসির চোট নিয়ে বেনজির গুঞ্জন ছড়িয়েছে।

আরও পড়ুন: রাতে একাই শুতে হচ্ছে মেসিকে, কাতার বিশ্বকাপে তোলপাড় ফেলা ঘটনার রহস্য ফাঁস

মঙ্গলবার কাতারে পা রাখার পরে বৃহস্পতিবার মেসিরা ওয়ার্ম আপ ম্যাচ খেলেন আরব আমিরশাহির বিপক্ষে। সেই ম্যাচে নব্বই মিনিটই মাঠে ছিলেন সুপারস্টার। এই নিয়ে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপে নামতে চলেছেন কিংবদন্তি। ২০১৪-য় অল্পের জন্য বিশ্বকাপ জেতা হয়নি। এবার সেই আক্ষেপ পূরণ করলেই ম্যারাডোনার সঙ্গে একাসনে বসিয়ে দেওয়া হবে এলএমটেন-কে।

আরও পড়ুন: আলোর রোশনাই, BTS-ম্যাজিক! কাতারে বিশ্বকাপ উদ্বোধনে চমকের পর চমক, কখন-কোন চ্যানেলে দেখবেন

আর্জেন্টিনা পুরোপুরি মেসি-নির্ভর। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, "ও এবার বিশ্বকাপ উপভোগ করতে এসেছে। দলের সতীর্থ হোক বা অনুশীলনে মেসি পুরো প্রসেসটাই উপভোগ করছেন।"

আরও পড়ুন: বিশ্বকাপের কুৎসিততম কেলেঙ্কারি! জেতার জন্য ইকুয়েডরকে নাকি কোটি কোটি ডলার ঘুষ দিল কাতার

কোপা জয়ী আর্জেন্টিনা দল এবার কাতারে এসেছে দেশের অন্যতম সেরা মিডফিল্ডার জিওভান্নি লো সেলসোকে ছাড়াই। চোটের জন্য এবার কাতারে আসতে পারেননি তিনি। তবে আর্জেন্টিনার মাঝমাঠে ভরসা জোগাতে রয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্র মার্টিনেজ, লিয়েন্দ্র পারেদেস-দের মত তারকা। এবং অপফ্রন্টে মেসির সঙ্গেই থাকবেন চিরতরুণ এঞ্জেল ডি মারিয়া।

এমনিতেই এবার বিশ্বকাপে একাধিক তারকা খেলতে পারছেন না চোটের কারণে। সাদিও মানে, করিম বেনজিমারা ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। তাই মেসির একা একা অনুশীলন করাতেই সিঁদুরে মেঘ দেখছেন সমর্থকরা।

Lionel Messi FIFA World Cup Argentina leo messi FIFA World Cup. Football Qatar World Cup 2022
Advertisment