scorecardresearch

অঘটনের বিদায় বেলজিয়ামের, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন লুকাকু-ডি ব্রুইনরা

এবারের মত বিশ্বকাপ শেষ বেলজিয়ামের

অঘটনের বিদায় বেলজিয়ামের, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন লুকাকু-ডি ব্রুইনরা

বেলজিয়াম: ০
ক্রোয়েশিয়া: ০

বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ষোলোয় পৌঁছে গেল ক্রোয়েশিয়া। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল বেলজিয়াম। ইউরোপীয় ফুটবলের সোনালি দল ধরা হয় বেলজিয়ামকে। একের পর এক তারকা- লুকাকু, ইডেন হ্যাজার্ড, কুর্তোয়া, ডি ব্রুইন। তারকা সমৃদ্ধ বেলজিয়াম এখনও ফিফার ক্রমতালিকায় দুই নম্বর। সেই বেলজিয়ামেরই বিশ্বকাপ অভিযান খতম হয়ে গেল গ্রুপ পর্বে।

গ্রুপ-এফ’এ মরোক্কা বেলজিয়ামকে আগেই হারিয়েছিল। বৃহস্পতিবার মরোক্কা কানাডাকে হারিয়ে শীর্ষস্থান দখল করে পরের রাউন্ডে পৌঁছল। দ্বিতীয় দল হিসাবে কোয়ালিফাই করল ক্রোয়েশিয়া।

নিষ্ফলা প্ৰথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। এমনকি বিরক্তিকর ম্যাচে দুই দলই গোলমুখী শট নিতে পারেনি একটাও। বিরতির পর লুকাকুকে নামান কোচ রবার্তো মার্টিনেজ। তবে বিরতির পর তেড়েফুঁড়ে আক্রমণে নামে ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচ এবং মার্সেলো ব্রজভিচের শট বাঁচিয়ে দেন গোলকিপার কুর্তোয়া।

ম্যাচের বয়স যখন ঠিক এক ঘন্টা। সেই সময়েই ক্লোজ রেঞ্জ থেকে লুকাকুর জোরালো শট আছড়ে পড়ে পোস্টে। এরপরে বারবার চেষ্টা করেও আর গোল করতে পারেনি বেলজিয়াম।

এই নিয়ে ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্বে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকল ক্রোটরা।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Fifa world cup qatar 2022 belgium knocked out after goalless draw against croatia