Advertisment

হলুদ ঝড়ে শেষ ১৬-র সিঁড়িতে ব্রাজিল! ক্যাসেমিরোর শেষলগ্নের গোলে সুইস-বধ

নেইমারকে ছাড়াই ব্রাজিল খেলতে নেমেছিল সোমবার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ব্রাজিল: ১ (ক্যাসেমিরো)
সুইজারল্যান্ড: ০

Advertisment

ফ্রান্সের পর চলতি বিশ্বকাপে দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোয় পৌঁছে গেল ব্রাজিল। সুইজারল্যান্ডকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে পরবর্তী পর্বের টিকিট নিশ্চিত করে ফেলল সেলেকাওরা। ২০১৮-য় শেষবারের সাক্ষাতে দুই দল ড্র করেছিল। সোমবারেও ম্যাচ কার্যত ড্রয়ের দিকে এগোচ্ছিল। তবে ক্যাসেমিরোর গোল ব্রাজিলের মুখে হাসি ফুটিয়ে দেয়।

ভিনিসিয়াস জুনিয়র থেকে রিচার্লিসন সোমবার একের পর এক সুযোগ নষ্টের প্রদর্শনী খুলে বসেছিলেন দোহার ৯৭৪ স্টেডিয়ামে। তবে শেষমেশ ক্যাসেমিরোর ফিনিশিংয়ে সুইস বাধা পেরোল সাম্বা ব্রিগেড।

গোটা ম্যাচ জুড়ে বলার মত কোনও কাহিনী নেই। গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ। তবে ক্যাসেমিরো শেষে দলের ত্রাতা হয়ে দাঁড়ান। নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল আক্রমণ যেন অনেকটাই ছন্নছাড়া। ক্যাসেমিরোর গোলের আগে ব্রাজিল সমর্থকদের আনন্দ দিয়ে যায় ভিনিসিয়াস জুনিয়রের গোল। তবে ভার-এ খতিয়ে দেখার ওর তা বাতিল হয়ে যায়।

জোড়া জয়ে ব্রাজিল আপাতত ছয় পয়েন্ট নিয়ে নক আউট নিশ্চিত করে ফেলল। দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় পৌঁছনোর দৌড়ে রয়েছে বাকি তিন দলই। সুইজারল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ক্যামেরুন, সার্বিয়া দুই দলই এক পয়েন্ট নিয়ে যথাক্রমে গ্রুপের শেষ দুই স্থানে রয়েছে।

নেইমারকে বিহীন ব্রাজিল আক্রমণ প্রথমার্ধে সুইস ডিফেন্সকে সেভাবে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি। তবে বিরতির পর অনেক বেশি আগ্রাসী ফুটবল উপহার দেয় ব্রাজিল। সুইস গোলকিপার ইয়ান সমার যথারীতি অনবদ্য। বেশ কয়েকটি সেভ করলেন তারকা কিপার।

ভিনিসিয়াস জুনিয়র ৬৬ মিনিটে গোল করে এগিয়ে দেন। তুমুল সেলিব্রেশনের পরেই রেফারি ভার-এ গোল খতিয়ে দেখে তা বাতিল করেন। আর ৮৩ মিনিটে ম্যাঞ্চেস্টারের সুপারস্টার ক্যাসেমিরো দুর্ধর্ষ হাফ-ভলিতে দলের জয় নিশ্চিত করে যান।

FIFA World Cup brazil Switzerland FIFA World Cup. Football Qatar World Cup 2022
Advertisment