Advertisment

দ্বিতীয় ম্যাচেই কঠিন লড়াই! বিশ্বকাপে নেইমারের ব্রাজিলের কোন ম্যাচ, কবে কোথায়, কখন দেখবেন

FIFA World Cup Qatar 2022: Brazil squad: কুড়ি বছরের ট্রফি খরা কাটাতে মাঠে নামবে ব্রাজিল। কবে কখন, কোথায় দেখবেন নেইমারদের খেলা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শেষবার ব্রাজিল বিশ্বকাপের ট্রফি পেয়েছিল ২০০২-এ। তারপরে কেটে গিয়েছে দুই দশক। কাফু, রবার্তো কার্লোস, রোনাল্ডো, রোনাল্ডিনহোদের মত আর কোনও স্কোয়াডই বিশ্বকাপের মঞ্চে ট্রফি তুলে ধরতে পারেনি। এবার দীর্ঘ ২০ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কাতারে নামছে। ১৯৩০ থেকে ব্রাজিলই একমাত্র দল হিসেবে বিশ্বকাপের প্রত্যেক সংস্করণে অংশ নিয়েছে।

Advertisment

নেইমারের নেতৃত্বাধীন ব্রাজিল এই মুহূর্তে ফিফা ক্রমপর্যায়ে একনম্বর রয়েছে। বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম নেইমার। মেসি, রোনাল্ডোদের সঙ্গে একই ব্র্যাকেটে তাঁকে রাখা হলেও ফুটবল উচ্চতায়, সাফল্যে মেসি-রোনাল্ডোদের তিনি সমকক্ষ কিনা, তা নিয়ে ফুটবল মহলেই সংশয় রয়েছে। এবার দেশকে দুই দশক শেষে ট্রফি এনে দিলে, তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও প্রশ্নই কার্যত থাকবে না।

আরও পড়ুন: এক টাকাও লাগবে না, ভারতে বসেই ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ দেখুন ফ্রিতে! জানুন গোপন কৌশল

এমনিতে ব্রাজিল ধারে-ভারে বাকিদের থেকে বেশ এগিয়ে। নেইমার যেমন এবার পাশে পাবেন রিয়েল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোকে, তেমনই থাকবেন বার্সেলোনার উইঙ্গার রাফিনহা এবং আর্সেনালের ফর্মে থাকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। এছাড়াও রয়েছে রিচার্লিসন, লুকাস পাকুয়েতার মত প্রতিভা।

যোগ্যতা অর্জনকারী পর্ব:

দাপটে খেলে তিতের ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে পৌঁছেছে। রক্ষণ এবার টুর্নামেন্টের অন্যতম সেরা। মাত্র ৫টি গোল হজম করেছে ব্রাজিল। ১৭ ম্যাচে সেলেকাওরা ৪০ গোল বিপক্ষের জালে জড়িয়েছে। গোটা কোয়ালিফিকেশন পর্বেই অপরাজিত থেকে মূলপর্বে পৌঁছেছেন নেইমাররা। কোয়ালিফায়ারে মাত্র ছয় পয়েন্ট নষ্ট করেছে ব্রাজিল।

তবে গত চার বিশ্বকাপের ব্রাজিলের পারফরম্যান্স মোটেই ভালো নয়। কোয়ার্টার ফাইনালের গন্ডি পেরোতে পারেনি হলুদ জার্সিধারীরা। ২০১৮-য় রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ১-২'এ পরাজিত হয়ে বিদায় নিয়েছিল। এবার সাম্প্রতিক সেই ট্র্যাডিশন ভাঙতে উদ্যোগী হবে ব্রাজিল।

আরও পড়ুন: ২০ বছর পর ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে এই দল! নিখুঁত ভবিষ্যৎবাণী করল সুপার-কম্প

গ্রুপ: গ্রুপ জি'তে ব্রাজিলের সঙ্গেই রয়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া এবং ক্যামেরুন। শক্তি বিচার করলে পরের রাউন্ডে পৌঁছতে সমস্যা হওয়ার কথা নয় ব্রাজিলের। নভেম্বরের ২৪ তারিখ ব্রাজিল গ্রুপের প্ৰথম ম্যাচে খেলবে সার্বিয়ার বিরুদ্ধে। ঠিক ৭২ ঘন্টা পরে নভেম্বরের ২৮ তারিখ ব্রাজিল গ্রুপের সবথেকে চ্যালেঞ্জিং ম্যাচে নামবে। যেখানে প্রতিপক্ষ ফিফার ক্রমপর্যায়ে ১৫ নম্বরে থাকা সুইজারল্যান্ড। ঠিক চার দিন পর ব্রাজিল গ্রুপ পর্ব শেষ করবে ক্যামেরুনের বিরুদ্ধে খেলে।

FIFA World Cup 2022: Brazil’s full schedule and live India match start times

নভেম্বর ২৫, শুক্রবার: ব্রাজিল বনাম সার্বিয়া লুসেইল স্টেডিয়াম, (ভারতীয় সময় রাত ১২.৩০)

নভেম্বর ২৮, সোমবার:

ব্রাজিল বনাম সুইজারল্যান্ড, স্টেডিয়াম ৯৭৪। (ভারতীয় সময় রাত ৯.৩০)

ডিসেম্বর ৩, শনিবার:

ক্যামেরুন বনাম ব্রাজিল, লুসেইল স্টেডিয়াম। (ভারতীয় সময় রাত ১২.৩০)

Where to watch Brazil’s FIFA World Cup 2022 matches live in India

ভারতে ব্রাজিলের সমস্ত ম্যাচ উপভোগ করা যাবে স্পোর্টস-১৮ এবং স্পোর্টস-১৮ HD টিভিতে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা এপ এবং ওয়েবসাইটে।

ব্রাজিলের স্কোয়াড:

গোলকিপার: এলিসন, এডেরসন, উইভার্টন

ডিফেন্ডার: দানি আলভেজ, দানিলো, আলেক্স সান্দ্র, আলেক্স টেলেস, ব্রেমার, মার্কুইনোস, থিয়াগো সিলভা, এডের মিলিটাও

মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফাবিনহো, ফ্রেড, এভার্টন রিবেইরা, ব্রুনো গুইমারেজ, লুকাস পাকুয়েতা

ফরোয়ার্ড: নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা, রদ্রিগো, এন্টনি, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পেদ্রো

brazil FIFA World Cup FIFA World Cup. Football FIFA
Advertisment