সর্বকালের সেরা বিশ্বকাপ ফাইনালের সাক্ষী থাকল কাতারের লুসেইল স্টেডিয়াম। নাটকীয় উত্থান-পতনের ম্যাচে এমবাপেকের হ্যাটট্রিক এড়িয়ে কাপ উঠল মেসির হাতেই। আর্জেন্টিনার হাতে। টাইব্রেকারে হল ম্যাচের ফয়সালা। ফাইনালে যে দুজনের দিকে তাকিয়েছিল দুনিয়া। সেই দুজন মেসি এবং এমবাপে দুজনই ব্লকবাস্টার ম্যাচের নায়ক। এমবাপে অবশ্য ট্র্যাজিক নায়ক হিসাবেই থেকে যাবেন।
১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসাবে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হ্যাটট্রিক করে গিয়েছিলেন। মেসি ফাইনালে জোড়া গোল করলেন।
আরও পড়ুন: বাস্তিল দুর্গের পতন! মারাদোনাকে ছুঁয়ে মেসির পায়েই শাপমুক্তি আর্জেন্টিনার
ম্যাচ শুরুর আগে মেসি-এমবাপে দুজনেই গোল্ডেন বুটের লড়াইয়ে ছিলেন। তবে ম্যাচের শেষে এমবাপের নামের পাশে ৮, মেসির পাশে ৭ গোল। আর টপ স্কোরার হওয়ার সৌজন্যে গোল্ডেন বুটের মালিক এমবাপে। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হিসাবে মেসির দখলে অবশ্য গোল্ডেন বল।
সেরা গোলকিপার এবার এমিলিয়ানো মার্টিনেজ। যার গ্লাভসে মেসিদের স্বপ্ন পূরণ হল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে যাঁর গ্লাভস উতরে দিয়েছিল মেসিদের। রবিবারে কাপ জয়ের রাতেও যিনি মেসিকে স্বপ্নপূরণের রাত উপহার দিলেন। সেরা উঠতি তারকা এবারের আর্জেন্টিনীয় মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
আরও পড়ুন: মেসিদের স্বপ্নের বিশ্বকাপ দৌড়ের পিছনে ডাইনিদের কালা জাদু! আর্জেন্টিনায় ঝাড়-ফুকের রহস্য ফাঁস
ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২
চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা
রানার্স আপ: ফ্রান্স
গোল্ডেন বল: লিওনেল মেসি
গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপে
গোল্ডেন গ্লাভস: এমি মার্টিনেজ
সেরা উঠতি তারকা: এনজো ফার্নান্দেজ