/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/emi-martinez.jpg)
গোটা টুর্নামেন্টে যেমন শোরগোল ফেলে দেওয়া পারফরম্যান্স করে গিয়েছেন। তেমন পুরস্কার বিতরণী মঞ্চেও আলোড়ন ফেলে গেলেন এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপ যাঁর নামের পাশে বসিয়ে দিয়েছে 'বাজপাখি' শব্দবন্ধনী। সেমিফাইনালে নেদারল্যান্ডস ম্যাচের মত ফাইনালেও তিনি ফারাক গড়ে দিলেন সেভ করে। তারপরে গোল্ডেন গ্লাভস পুরস্কার নিতে এসে মঞ্চেই ট্রফি ধরলেন কুঁচকির কাছে।
ট্রফি জয়ের পরেই কাতারের ফুটবল আয়োজক, সহ নামি দামি অভ্যাগতদের সঙ্গে করমর্দন পর্ব সমাপ্ত করেই ট্রফি ধরলেন যৌনাঙ্গের মত করে। যাতে অনেকেই অশ্লীলতার ইঙ্গিত পেয়েছেন। এমি মার্টিনেজের এমন কীর্তিতে কাতারি আয়োজকদেরও চোখ কপালে তখন।
আরও পড়ুন: আর্জেন্টিনা একদিন বেশি সময় পেল! ফাইনাল হেরে বিষ্ফোরক অভিযোগ কোচ দেশচ্যাম্পের গলায়
Emi Martìnez wins the golden glove.
And then does this with it. pic.twitter.com/Mt43auNBJX— Gareth Davies (@GD10) December 18, 2022
তাঁর গ্লাভসেই স্বপ্নপূরণ হয়েছে মেসির। তারায় ভরা আকাশ উপহার পেয়েছেন মহানায়ক। তাঁর গ্লাভসে ভর করেই মেসি শ্রেষ্ঠত্বের সিংহাসনে আহোরন করেছেন। মেসির দেশের তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে এমি মার্টিনেজের সোনালি গ্লাভস। যিনি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ম্যাচের মতই ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ফারাক গড়ে দিলেন কোমানের শট বাঁচিয়ে।
শুধু টাইব্রেকার-ই নয়, ম্যাচের সংযোজিত সময়ের একদম শেষ লগ্নে কোলো মুয়ানির জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেন তিনি।
আরও পড়ুন: এমবাপে তো মরে গেল! খোঁচায় খোঁচায় ফরাসি সুপারস্টারকে রক্তাক্ত করলেন বাজপাখি মার্টিনেজ
উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। একের পর এক ম্যাচে সেরার সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন আস্টন ভিলার গোলকিপার। গত বছর কোপা সেমিফাইনালেও টাই ব্রেকার শ্যুট আউটে দলকে জিতিয়েছেন। এবার বিশ্বকাপের মঞ্চে তাঁর হাত ত্রাতা হয়ে উঠল। কিংসলে কোমানের শট যেমন বাঁচালেন যেমন মাইন্ড গেম খেলে চুয়ামেনিকে বাইরে শট মারতে বাধ্য করলেন।
৩০ বছরের এমি মার্টিনেজ আপাতত ইতিহাসে। মাঠ এবং মাঠের বাইরের সেলিব্রেশনে।