রবিবার আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে নামছে ফ্রান্স। আর সেই ম্যাচে কার্যত ভাঙাচোরা দল নামাতে বাধ্য হচ্ছেন কোচ দিদিয়ের দেশচ্যাম্প। দলের সেরা দুই তারকা রাফায়েল ভারানে এবং অলিভিয়ের জিরোর ছাড়াই সম্ভবত কাপ দখলের যুদ্ধে নামছে ফ্রান্স। কারণ ফাইনালের আগে শেষ ট্রেনিং সেশনে দুজনেই নামেননি। এমনটাই জানিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।
ফরাসি শিবিরে যে ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, তাতে আক্রান্ত হয়েছেন ভারানে। মনে করা হয়েছিল ভাইরাসের ধাক্কা কাটিয়ে ভারানে ফাইনালে খেলতে পারবেন। তবে ফরাসি প্রচারমাধ্যম 'লা ইকুয়েপ' জানিয়েছে ফাইনাল ট্রেনিং সেশনে ওপম্যানিকো শনিবার ট্রেনিং করেছেন ভারানের বদলে।
আরও পড়ুন: মেসির ‘অপয়া’ রেফারিই বিশ্বকাপের ফাইনালের দায়িত্বে, অপছন্দের ব্যক্তিকে দেখে হয়ত খুশি নন মহাতারকা
মরোক্কা ম্যাচে পরিবর্ত হিসাবে নেমে মার্কাস থুরাম তৃতীয় দ্রুততম গোলের নজির গড়েছিলেন। তিনি সম্ভবত ফাইনালে প্ৰথম একাদশে খেলবেন অলিভিয়ের জিরোর জায়গায়। জিরো বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন। ফ্রান্সের হয়ে রেকর্ড গোল করেছেন। তাঁকে না পাওয়াটা ফ্রান্সের কাছে বড়সড় ধাক্কা হতে চলেছে।
এমনও হতে পারে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দুজনকে ট্রেনিংয়ে নামানো হয়নি। তা স্বত্ত্বেও বিশেষজ্ঞদের ব্যাখ্যা জিরো-ভারানের মত দুই সুপারস্টারকে না পাওয়া গেলে ফ্রান্সকে অর্ধেক শক্তি নিয়ে নামতে হবে ফাইনালে।
আরও পড়ুন: ও ফুটবলটাই বোঝে না! ফাইনালের আগে এমবাপেকে জ্বলিয়ে পুড়িয়ে অপমান আর্জেন্টিনীয় গোলকিপারের
এমনিতে ফ্রান্সের সামনে এবার দুর্লভ রেকর্ড হাতছানি দিচ্ছে। জিতলে ১৯৩৮-এর পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশচ্যাম্প টানা দু-বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবেন। সেই সঙ্গে সর্বকনিষ্ঠ হিসাবে পেলের পর দুটো বিশ্বকাপ পকেটে পোরার বিশাল কীর্তি গড়ে ফেলবেন এমবাপেও।
লুসেইল স্টেডিয়ামে হবে ফাইনালের মহারণ। ফ্রান্স ম্যানেজার দিদিয়ের দেশচ্যাম্প বলছেন, এই স্টেডিয়ামে ঘরের মাঠ হয়ে গিয়েছে আর্জেন্টিনার। ১৯৯৮ সালে ফ্রান্স দলের ক্যাপ্টেন হিসাবে বিশ্বকাপ জিতেছিলেন। এবার ম্যানেজার হিসাবেও দ্বিতীয়বার কাপ জয়ের সামনে তিনি। ফাইনালের আগে তিনি বলে দিয়েছেন, "গোটা বিশ্বে একা থাকায় আমার কোনও সমস্যা নেই। আমার কিছুই যায় আসে না।"