রবিবার ফাইনালে নামার আগেই বড়সড় দুঃসংবাদ ধাওয়া করল ফ্রান্স শিবিরকে। স্কোয়াডের তিন ফরাসি তারকা ঠান্ডা লাগিয়ে বসেছেন।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশ স্বীকার করে নিয়েছেন জ্বরের উপসর্গ থাকায় ডিফেন্ডার ডায়ত উপমিক্যানো এবং মিডফিল্ডার আদ্রিয়ান রাবিয়ত চলতি সপ্তাহের শুরুতেই আইসোলেট করে দেওয়া হয়েছে। মরক্কোকে ২-০ হারানোর ম্যাচেও নামেননি দুজনে। বুধবার আল বায়েত স্টেডিয়ামে স্কোয়াডেই রাখা হয়নি রাবিয়তকে। উপমিক্যানো পরিবর্ত হিসাবে লাইন আপে থাকলেও খেলেননি।
আরও পড়ুন: আর্জেন্টিনীয় মিডিয়াই আগুন লাগিয়েছে, মেসির বিস্ফোরণের পরে ফের ভয়ঙ্কর অভিযোগ ডাচ কোচের
দেশ জানিয়ে দিয়েছেন, উপমিক্যানো কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার পরে কঠিন তিনদিন কাটিয়েছেন। কোচ দেশ আরও খারাপ খবরের ইঙ্গিত দিয়ে বৃহস্পতিবার জানান, মিডফিল্ডার কিংসলে কোমানেরও জ্বরের উপসর্গ রয়েছে। "ফাইনালে নামার আগে আমাদের হাতে এখনও চারদিন রয়েছে। রবিবারে ও খেলবে।" দলের সমস্ত ফুটবলারদের সতর্কতা অবলম্বন করে ফিট থাকার বার্তাও দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ, "এখন ফ্লুয়ের মরশুম। তাই সকলকে সতর্ক হতে হবে। প্লেয়াররা টানা খেলে চলেছে। এমনিতেই সেই জন্য ইমিউন সিস্টেম একটু দুর্বল থাকবে।"
আরও পড়ুন: উটের রোগে ছিন্নভিন্ন ফ্রান্স শিবির! আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে নামার আগেই মাথায় হাত এমবাপেদের
কাতারে এসে আউটডোরেই অনুশীলন করছেন ফ্রান্স ফুটবলাররা। দেশ দলের মধ্যে ক্রমবর্ধমান ভাইরাল জ্বরের জন্য এয়ারকন্ডিশনিং সিস্টেনকে দায়ী করেছেন। যে অভিযোগ আগেই তুলেছিল ব্রাজিল শিবির। কাতারের সমস্ত ভেন্যুতে এবার মাঠ সংলগ্ন অংশে কৃত্রিমভাবে ঠান্ডা রাখার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সমস্ত বিল্ডিং, পরিবহন ব্যবস্থাতেও কৃত্রিম বাতানুকূল যন্ত্র ব্যবহার করা হচ্ছে। সুইজারল্যান্ড শিবিরের ফ্লুয়ের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। গ্রুপে মরণ-বাঁচন সার্বিয়া ম্যাচে দুই তারকাকে ছাড়াই দল নামাতে হয় সুইসদের।
আরও পড়ুন: মেসির আর্জেন্টিনা দলে কেন একজনও নেই কালো ফুটবলার! ভয়ঙ্কর সত্যিটা জানলে শিউরে উঠবেন
গ্রীষ্মকালে ভয়াবহ গরমের কথা মাথায় রেখে এবারই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শীতকালে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এয়ারকন্ডিশনিং সিস্টেমে আপাতত ২৫-২৮ ডিগ্রি তাপমাত্রা রাখা হচ্ছে স্টেডিয়াম, প্লেয়ারদের হোটেল। দিদিয়ের দেশ অবশ্য বলে দিচ্ছেন, "শেষ কয়েকদিন তাপমাত্রা নেমে গিয়েছে কয়েক ডিগ্রি। এই ফ্লু জ্বর নিয়ে অবশ্য আমি একদমই চিন্তিত নই।"