Advertisment

অবসর নিলেন দি মারিয়ার বিশ্বচ্যাম্পিয়ন ফরাসি বন্ধু! বিশ্বকাপের পরেই বড় আপডেট

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে জিতিয়েছেন। এবার বুটজোড়া তুলে রাখলেন ফরাসি সুপারস্টার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী তারকা ব্লেইসে মাতুইদি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন। ৩৫ বছরের মাতুইদি রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। জাতীয় দলের হয়ে ৮৪ ম্যাচে অংশ নিয়েছেন তারকা। তিন বছর আগে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেন। এবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তিনি।

Advertisment

মাতুইদি টুইটারে লিখেছেন, "ফুটবল, তোমাকে অনেক ভালবেসেছি। ফুটবল, তুমি আমাকে অনেক কিছু দিয়েছ। তবে এবার থামার সময় এসেছে। শৈশবের স্বপ্ন পূরণ করেছি। গলায় অস্বস্তি নিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি।"

স্টামিনা, দুর্ধর্ষ পাসিং স্কিল, ডুয়েলে বল উইনার তো বটেই বক্সের মধ্যেও সুযোগসন্ধানী ছিলেন মাতুইদি। পিএসজি-র হয়ে চারটে ফরাসি লিগা-ওয়ানের খেতাব জিতেছেন। সিরি-আ'তে জুভেন্তাসের হয়েও তিনবার ট্রফি জিতেছেন। পিএসজির মাঝমাঠে লুকাস মৌরা, দি মারিয়া, মার্কো ভেরাত্তির সঙ্গে অন্যতম সেরা অস্ত্র ছিলেন মাতুইদি।

মেজর সকার লিগে টানা দু-বছর ইন্টার মিয়ামিকে খেলার পরে তিনি আপাতত ফ্রি এজেন্ট। ২০১১-য় লিগা ওয়ানে পিএসজিতে নাম লেখানোর আগে ট্রয়েস এবং সেন্ট ইতেইন-এ খেলেছেন। পিএসজির হয়ে ২৯৫ ম্যাচে ৩৩ গোল করেছেন তারকা। লিগা-ওয়ানের বর্ষসেরা টিমে দু-বার জায়গা পেয়েছেন।

france FIFA World Cup. Football FIFA WORLD CUP 2018 FIFA World Cup FIFA Football World Cup 2018 2018 FIFA World Cup
Advertisment